2023 শুভ গান্ধী জয়ন্তী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | 2023 Gandhi Jayanti Bengali Status

গান্ধী জয়ন্তী শুভেচ্ছা: আমাদের দেশে এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছেন এমন অনেক ব্যক্তিত্ব, তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে এমন অনেক মহান ব্যাক্তি আমাদের অনুপ্রেরণা, তেমনি একজন হলেন মহাত্মা গান্ধী।

বিশেষ করে মানুষ যাকে মহাত্মা অথবা বাপু হিসেবে মনে রেখেছেন অথবা স্মরণ করেন। সেই মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৫৯ সালের ২ রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য অবদান আমাদের সত্যিই মুগ্ধ করে। অহিংসার পথকে সম্মান জানাতে প্রতিবছর তার জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস অথবা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়।

শুভ গান্ধী জয়ন্তী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
2023 শুভ গান্ধী জয়ন্তী শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস

প্রতিবছর ২ রা অক্টোবর এই মহান দেশ নেতার জীবন ও অবদানকে স্মরণ করতে সমগ্র ভারতবাসী তাকে সম্মান জানাতে গান্ধী জয়ন্তীর দিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছেন। আর এই দিনটি সুন্দরভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন।

বিশ্বজুড়ে চলে নানা অনুষ্ঠান উদযাপন, সারা জীবন অহিংসা ও সত্যের পথে হাঁটতে শিখিয়েছেন গান্ধীজী। এ বিষয় উপলক্ষে জেনে নেওয়া যাক এমন কিছু শুভেচ্ছা বার্তা সম্পর্কে।

শুভ গান্ধী জয়ন্তী শুভেচ্ছা বার্তা 2023:

বাপু এবং তার শিক্ষা সব সময়,
যেন আমাদের শান্তি ও ভাতৃত্বের জন্য,
লড়াই করার সাহস যুগিয়ে থাকে,
শুভ গান্ধী জয়ন্তী তে অনেক অনেক শুভেচ্ছা।

 

এই গান্ধী জয়ন্তীতে সকলের মনে,
জেগে থাকুক সত্য এবং অহিংসার চেতনা,
পরিবর্তন হোক সমগ্র পৃথিবীর,
শুভ গান্ধী জয়ন্তী।

 

আসুন আমরা সবাই মিলে সত্যের পথে চলি,
এবং আজ আমাদের,
জাতীয় জনকের প্রতি শ্রদ্ধা জানাই,
তিনি আমাদের জীবনে,
অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন,
শুভ গান্ধী জয়ন্তীর অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা।

 

গান্ধী জয়ন্তীতে আমরা সবাই,
অভাবীদের সেবা করার শপথ গ্রহণ করি,
আমাদের দ্বারা কেউ না কেউ যেন,
উপকৃত হয় সেই চেষ্টা করি,
শুভ গান্ধী জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা।

 

বাপুর সর্বজনীন ভ্রাতৃত্বের আদর্শ অনুযায়ী,
আমাদের সকলের চলার সাহস থাকুক।
শুভ গান্ধী জয়ন্তী।

 

“শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না,
এটি একটি অদম্য ইচ্ছা থেকে আসে।”
তার এই কথা আমাদের মনে অফুরন্ত সাহস যোগায়,
কোন অসম্ভবকে সম্ভব করে তুলতে।
শুভ গান্ধী জয়ন্তীতে,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 

“প্রথমে তারা আপনাকে উপেক্ষা করবে,
তারপর তারা আপনাকে নিয়ে হাসবে,
তারপর তারা আপনার সাথে লড়াই করবে,
তারপরে আপনিই জিতবেন।” –
মহাত্মা গান্ধী, শুভ গান্ধী জয়ন্তীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন

 

“তাদের মিশনে অদম্য বিশ্বাসের দ্বারা,
নির্ধারিত প্রফুল্ল আত্মার একটি ছোট সারির,
ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিতে পারে।”
শুভ গান্ধী জয়ন্তীর,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

 

নম্র ভদ্র হওয়ার জন্য,
আলাদা করে কোন কিছু শিখতে হয় না,
নিজের মনের অদম্য ইচ্ছাটাকে,
কাজে লাগিয়ে যে কোন অসম্ভবকে,
সম্ভব করে তোলা যায়,
শুভ গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা

 

অন্যায়ের প্রতিবাদ করা,
অনেকটা সাহস ও শক্তির পরিচয়,
যে সাহস ও শক্তি নিজেকে,
সবার থেকে আলাদা করে তোলে।
চিৎকার চেঁচামেচিতে কোন কিছুরই সমাধান হয় না,
যদি সুষ্ঠুভাবে বুদ্ধি দিয়ে কোন কাজ করা যায়,
তাহলে বিশ্ব জয় করাও সম্ভব হয়ে ওঠে।
শুভ গান্ধী জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 

গান্ধীজী চরকা দিয়ে সুতো কেটে,
আমাদের কে জানিয়ে গেছেন যে,
যতই চাকচিক্য হোক না কেন অন্যায়ের কাছে,
কখনোই নতি স্বীকার করতে নেই।
নিজের আত্মসম্মান টাকে প্রাধান্য দিতে হয় আগে।
শুভ গান্ধী জয়ন্তীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

এমন কোন কাজ না করাই ভালো,
যা মাথা উঁচু করে সকলের কাছে,
গর্বের সহিত বলা যায় না।
ছোট ছোট পদক্ষেপ,
ছোট ছোট কাজও একদিন মানুষকে,
বড় পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে।
শুভ গান্ধী জয়ন্তীর প্রীতি, শুভেচ্ছা ও ভালবাসা

 

গান্ধী জয়ন্তীর এই শুভদিনে,
সকলকে জানাই আমার তরফ থেকে,
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

 

এমন দিনে জীবনে আসুক আমুল পরিবর্তন,
নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা সম্পর্কে,
জানতে শেখো এই প্রার্থনা করে,
শুভ গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা পাঠালাম।

 

কোন অস্ত্র, হাতিয়ার ছাড়াই,
তিনি আমাদের পরাধীন দেশটাকে,
স্বাধীন করার জন্য লড়াই করেছেন,
তিনি বুঝিয়েছেন ভদ্র ভাবেও,
অনেক প্রতিবাদ করা যায়,
বিশ্বটাকে ঝাঁকিয়ে দেওয়া যায়।
শুভ গান্ধী জয়ন্তী

 

মনটা কে করো শক্ত, দুর্বল হয়ে পড়ো না,
শারীরিক শক্তি টাকে প্রাধান্য না দিয়ে,
ইচ্ছা আর মনের জোরটাকে প্রাধান্য দিয়ে,
দেখো সমস্ত অসম্ভবটাও তোমার কাছে,
একদিন সম্ভব বলে মনে হবে।
শুভ গান্ধী জয়ন্তী।

 

আজকের এই বিশেষ দিন,
সকল ভারতবাসীর কাছে খুবই গর্বের দিন।
এমন দিনে জন্মগ্রহণ করেছেন,
এমনই এক ব্যক্তি যিনি আজও সকলের,
মনে বিশেষ ভাবে জায়গা করে রয়েছেন,
এই শুভদিনে তাকে শ্রদ্ধা জানাতে,
সকল দেশবাসীকে জানাই,
শুভ গান্ধী জয়ন্তীর অনেক অনেক,
শুভেচ্ছা ও ভালোবাসা।

 

মহাত্মা গান্ধীর কিছু অনুপ্রেরণামূলক বাণী 2023:

“আমি সেই দেশপ্রেমে বিশ্বাস করি না,
যা অন্যের দেশ ভক্তিকে ছোট করে।”
– মহাত্মা গান্ধী

 

“দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না,
ক্ষমা শক্তিমানের ধর্ম।”
– মহাত্মা গান্ধী

 

“বিশ্বে যে পরিবর্তন দেখতে চান,
সেই পরিবর্তন নিজের মধ্যে,
আগে দেখার চেষ্টা করুন।”
– মহাত্মা গান্ধী

 

“পরাজয়ই নেতার জন্ম দেয়,
সাফল্য তবে গর্বের পরাজয়ের সমষ্টি।”
– মহাত্মা গান্ধী

 

“দেশের স্বাধীনতা শুধু বীরত্বের,
মধ্যে দিয়েই অর্জন করা যায় না।”
– মহাত্মা গান্ধী

 

“জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য সমাজের,
সব স্তরের সব ধর্মের মানুষ একত্রিত হওয়া।”
– মহাত্মা গান্ধী

 

“মানবতার প্রতি বিশ্বাস হারাবে না কখনো,
মানবতা একটি সমুদ্রের মতো,
সমুদ্রে এক ফোঁটা নোংরা হলে,
সমগ্র সাগর নোংরা হয় না।”
– মহাত্মা গান্ধী

 

“নম্রভাবে আপনি গোটা বিশ্বকে ঝাঁকিয়ে দিতে পারবেন।”
– মহাত্মা গান্ধী

 

“আপনি কখনোই আগে,
থেকে জানতে পারবেন না যে,
আপনার কাজের কি ফলাফল হতে পারে,
কিন্তু আপনি যদি কিছুই না করেন,
তবে কোন ফলাফলই হবে না।”
– মহাত্মা গান্ধী

 

“আপনি সংখ্যালঘু হলেও,
সত্যি সর্বদা সত্যি থাকবে।”
– মহাত্মা গান্ধী

 

২ রা অক্টোবর সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস, এর কাজকর্ম বন্ধ থাকে, এই দিন বিশেষভাবে পালন করা হয় সমস্ত জায়গায়। এমন মহান ব্যক্তির উদ্দেশ্যে সম্মান জানাতে অহিংস দিবস অথবা গান্ধী জয়ন্তী হিসেবে সমগ্র দেশবাসী এই দিনটি পালন করেন খুবই উৎসাহের ও গর্বের সাথে।

আপনিও কিন্তু গান্ধী জয়ন্তীর এই সুন্দর শুভদিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী দের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে জানাতে পারেন গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা ও শুভকামনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top