Best 100 Business Ideas In Bengali | সেরা ১০০ টি ব্যবসার আইডিয়া

আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান? কিন্তু কি ব্যাবসা করবেন বুঝতে পারছেন না অথবা ব্যবসার আইডিয়া পাচ্ছেন না? তাহলে বাংলা ভূমি আপনাদের জন্য নিয়ে এসেছে সেরা ১০০টি ব্যবসার আইডিয়া (Best 100 Business Ideas In Bengali)। এখানে আপনার প্রচুর নতুন ও আকর্ষণীয় ব্যবসার আইডিয়া পাবেন (⭐️শেষের ব্যাবসার আইডিয়াগুলি অবশ্যই দেখবেন নতুন আইডিয়া সবার শেষে যোগ দেওয়া হয়)

এখানে কেবলমাত্র ব্যাবসার আইডিয়া পাবেন না সাথে পাবেন এই ব্যাবসাগুলি কিভাবে শুরু করবেন? নতুন ব্যাবসার জন্য কি কি দরকার হবে? ব্যাবসা শুরু করতে কত টাকা প্রয়োজন হবে? কত লাভ হবে? নোকসান হবে কি না? মেশিন ও কাঁচামাল কোথায় পাবেন? আরও বিস্তারিত তথ্য যেমন লোন, আসবাপত্র, মার্কেটিং, বিজ্ঞাপন ইত্যাদি সব কিছু জানতে পারবেন।

Best 100 Business Ideas In Bengali | সেরা ১০০ টি ব্যবসার আইডিয়া
Best 100 Business Ideas In Bengali | সেরা ১০০ টি ব্যবসার আইডিয়া

তাহলে বন্ধুরা আর দেরি না করে নীচে সকল ব্যাবসার আইডিয়াগুলি বিস্তারিত ভাবে জেনে নিন। সবার শেষে নতুন নতুন ব্যাবসার আইডিয়া আপডেট করতে থাকা হয় তাই অবশ্যই শেষের ব্যাবসার আইডিয়া গুলিও দেখে নেবেন।

মাশরুম ব্যবসা

মাশরুম ব্যবসা - Mushroom Business in Bengali
মাশরুম ব্যবসা – Mushroom Business in Bengali

আপনি যদি মনে করেন তাহলে কৃত্রিমভাবেও মাশরুম কিন্তু চাষ করতে পারেন। তার জন্য আপনার কাছে কিছুটা ফাঁকা জায়গা থাকা প্রয়োজন। যেখানে আপনি খুব সহজেই মাশরুম চাষ (Mushroom Farming) করতে পারবেন।

আপনি যদি চান তাহলে কোন কোম্পানি তৈরি করে ব্যবসা করতে পারেন আবার দ্বিতীয়তঃ আপনার কাছে যদি কোনো ফাঁকা জমি থাকে অর্থাৎ আপনি যদি চাষী হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজেই ব্যবসা করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অ্যালোভেরা জেলের ব্যবসা

অ্যালোভেরা জেলের ব্যবসা - Aloe Vera Gel Business in Bengali
অ্যালোভেরা জেলের ব্যবসা – Aloe Vera Gel Business in Bengali

অ্যালোভেরার চাহিদা প্রচুর, অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এবং খনিজ একেবারে ভরপুর মাত্রায়। তার সাথে অ্যালোভেরা তে রয়েছে অ্যান্টিবায়োটিক আর এন্টিফাঙ্গাল যা কিনা শরীরত্বক, চুল ও ওষুধ প্রস্তুতির এর ক্ষেত্রে বিশেষ উপযোগী।

অ্যালোভেরা চাষ করে অথবা ব্যবসা করে আপনি প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে বছরে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত আপনি লাভ পেতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ফ্রিল্যান্সিং ব্যাবসার আইডিয়া

ফ্রিল্যান্সিং ব্যাবসার আইডিয়া - Freelancing Business in Bengali
ফ্রিল্যান্সিং ব্যাবসার আইডিয়া – Freelancing Business in Bengali

টাকা উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং (Freelancing) হল এমন একটা প্লাটফর্ম যেখানে আপনার কোন বস থাকবে না, সেখানে আপনি নিজেই নিজের বস।

আর আপনার সময় মত যে সময় আপনি এই কাজটি করতে পছন্দ করবেন অথবা ফাঁকা থাকার সময় এই কাজটি করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পোল্ট্রি ফার্ম ব্যবসা

পোল্ট্রি ফার্ম ব্যবসা - Poultry Farming Business
পোল্ট্রি ফার্ম ব্যবসা – Poultry Farming Business

বর্তমান সময়ে দেশে পোল্ট্রি (Poultry Farming) এবং ডেইরি ফার্ম (Dairy Farm) তেমনভাবে হয়ে ওঠে না, সে ক্ষেত্রে বাইরে থেকে বেশি দাম দিয়ে এই সবগুলি আমদানি করতে হয়।

সে ক্ষেত্রে সরকার এই ব্যবসাটা কে উৎসাহের সাথে করার জন্য বিভিন্ন রকমের সুবিধা এবং শূন্য শতাংশ সুদ দিয়ে ব্যবসাটাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ধুপকাঠি তৈরির ব্যবসা

ধুপকাঠি তৈরির ব্যবসা -  Incense Sticks Making Business
ধুপকাঠি তৈরির ব্যবসা – Incense Sticks Making Business

প্রধানত দু’ রকম ভাবে ধুপকাঠি তৈরির ব্যবসা করা যায়, একটা হল মসলা ধূপকাঠি এবং আর একটা হল সুগন্ধিত ধূপকাঠি।

এই ধূপকাঠি বানানোর জন্য ধূপকাঠি বানানোর চারকোল পাউডার (Incense Sticks Making Powder), কাঠের কুচি একসাথে মিশিয়ে তাতে পরিমাণমতো জল মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করতে হয়, তারপর সেই মিশ্রণটি বাঁশের পাতলা ছোট ছোট কাঠির মধ্যে ভালোভাবে পাকিয়ে ধূপকাঠির আকার দিতে হয়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা

গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা - Gas agency dealership business
গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা – Gas agency dealership business

ভারতে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা চাকরি অথবা যে কোন জব করছেন। কিন্তু সেই কাজে কোনরকম সন্তুষ্টি কিন্তু পাচ্ছেন না। আবার অনেকেই নিজের একটি ব্যবসা তৈরি করার জন্য পরিকল্পনা করতে থাকেন। যেখানে নিজের একটা ব্যবসা হবে এবং সেই ব্যবসা থেকে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পারফিউম তৈরির ব্যবসা

পারফিউম তৈরির ব্যবসা - Perfume Making Business in Bengali
পারফিউম তৈরির ব্যবসা – Perfume Making Business in Bengali

পারফিউম এমন একটি জিনিস যা কিনা সব বয়সের মানুষ ব্যবহার করে থাকেন। বাজারে বিভিন্ন রকমের পারফিউম বিক্রি হয়।

যদি পারফিউমের ব্যবসা করার কথা বলা হয়, তাহলে কিন্তু অন্যান্য প্রফিটেবল বিজনেস এর মত এটিও একটি লাভ দায়ক অথবা প্রফিটেবল বিজনেস।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

কর্পূর তৈরির ব্যবসা

কর্পূর তো সবাই কমবেশি চেনেন। ভারতীয় সংস্কৃতিতে কর্পূরের ধার্মিক মাহাত্ম্য কতখানি তা নতুন করে বলে দিতে হবে না।

এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন অর্থাৎ কর্পূর ম্যানুফ্যাকচারিং যদি করতে পারেন, ছোট রকম উদ্যোগ নিয়ে তাহলে এর থেকে ভালো মত একটা উপার্জন আপনি করতে পারবেন অনায়াসেই।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

বাড়িতে পেন তৈরির ব্যবসা

পেন এমন একটি জিনিস যা প্রতিটি কাজে ব্যবহার করা হয়। শুধুমাত্র যে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা এগুলি ব্যবহার করেন তা কিন্তু নয়, সমস্ত কাজের হিসাব নিকাশ এবং বলতে গেলে প্রত্যেক ব্যাক্তি এই জিনিসটি ব্যবহার করে থাকেন। তবে যারা একেবারেই লেখাপড়া জানেন না তাদের কথা নাইবা ধরা গেল।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

বেকিং পাউডার তৈরির ব্যবসা

বেকিং পাউডার উৎপাদন করা খুবই সহজ, আর যদি এই বেকিং পাউডার তৈরি করে ব্যবসা করা যায় খুব সহজেই লাভবান হওয়া যায়। সামান্য মেশিন এবং অল্প কিছু টাকা ইনভেস্ট করে বেকিং পাউডার তৈরির ব্যবসা শুরু করতে পারবেন অনায়াসেই।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আমুল পার্লার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা

আমুল কোম্পানির ফ্র্যাঞ্চাইজি এর মাধ্যমে এর উৎপাদন অর্থাৎ এ সমস্ত জিনিসপত্র দেশের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে। যাতে আমুল কম্পানি আরো বেশি বড় আকার ধারণ করতে পারে। তাছাড়া প্রতিটি মানুষ এই কোম্পানির খাবার ভীষণ পছন্দ করেন। বলতে গেলে এক কথায় একনামে সকলেই চেনেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

বিছানার চাদর তৈরির ব্যবসা

বিছানার চাদর এমন একটি জিনিস, যেটা প্রতিটি ঘরে একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর এর চাহিদা মার্কেটে বলতে গেলে ধারণার বাইরে। এইজন্য বিছানার চাদরের ব্যবসা করার ফলে আপনার প্রচুর পরিমাণে ফায়দা হতে পারে। এই ব্যবসাটি আপনি যেকোন জায়গা থেকে খুব সহজেই শুরু করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আইসক্রিম কোন বানানোর ব্যবসা

বিভিন্ন রকমের আইসক্রিম কোন তৈরি করে আপনি একটি ছোট আকারের ব্যবসা শুরু করতে পারেন। বিয়ে বাড়ি এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন এ আইসক্রিম এর স্টল থাকবেই থাকবে। তাই আপনি খুব সহজেই অল্প কিছু টাকা ইনভেস্ট করে আইসক্রিম এর কোন অথবা খোল বানানোর ব্যবসা করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অনলাইন বুটিক ব্যবসা

আজকাল তো অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের ব্যবসা বলতে গেলে একেবারে জিরো ইনভেস্ট দিয়ে শুরু করা যায়। যা থেকে আপনি ভালোমতো একটা উপার্জন করতে পারবেন ভবিষ্যতে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

স্ট্র পাইপ বানানোর ব্যবসা

এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার কোন রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না, যে ব্যাক্তি ব্যবসা সম্পর্কে বেশ ভাল ধারণা রাখেন তিনি খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

চপ্পল বা স্লিপার বানানোর ব্যবসা

স্লিপার হল আরামদায়ক চপ্পল, যার প্রয়োগ মানুষ ঘরের ভিতরেই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকেন। যদিও এই চপ্পলের ব্যবহার ঘরের বাইরে ও হয়ে থাকে। মার্কেটে বিভিন্ন ধরনের চপ্পল বিক্রি হয় বিভিন্ন রকমের ছোট বড় কোম্পানি এগুলি কে তৈরি করে মার্কেটে বিক্রি করে প্রচুর পরিমাণে উপার্জন করছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

খরগোশ পালনের ব্যবসা

খরগোশ একটি খুব সুন্দর জীব যা সকলে ভীষণ পছন্দ করে থাকেন। তাই এই খরগোশ পালন করে তাদের ব্যবসা করতে পারবেন অনায়াসেই। কিভাবে এর ব্যবসা করবে, চলুন জানা যাক

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

জ্যাম ও জেলি বানানোর ব্যবসা

ব্রেকফাস্টে জ্যাম আর জেলির ব্যবহার প্রচুর মাত্রায় করা হয়ে থাকে। সমস্ত বয়সের মানুষ এগুলো খেতে ভীষণ পছন্দ করেন। বিভিন্ন ফলের জ্যাম আর জেলির চাহিদা প্রচুর মাত্রায়। আর এই ব্যবসাটি যে কোন ব্যাক্তি অনায়াসে শুরু করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

নিজের নামে পেট্রোল পাম্প ব্যাবসা

আমরা সবাই জানি যে, বাইক থেকে গাড়ি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি মানুষ এখন গাড়ি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। তার সাথে পেট্রোল দিয়ে গাড়ি চালানো এবং এর চাহিদা প্রচুর মাত্রায় বড়ে যাচ্ছে। তাছাড়া এই সময় কোম্পানি দেশে প্রায় ৫০০০ পেট্রলপাম শুরু করতে চলেছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

গাড়ি ভাড়া দেওয়ার ব্যাবসা

ভারত একটি গ্লোবাল টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি হতে চলেছে। এর কারণ হলো দেশের জলবায়ু এবং ভৌগোলিক পরিস্থিতির সমৃদ্ধ সস্কৃতি আর হেরিটেজ হওয়ার সাথে সাথে গৌরবশালী ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

যেসব গুলি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। সস্তা আকাশ পথে যাত্রা আর সহজ পরিবহন এর কারণে ভারতে ট্যুরিজম এর ব্যাপক পরিমাণে বিকাশ ঘটেছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

টমেটো সস তৈরির ব্যবসা

বাচ্চা থেকে বুড়ো সকলেই টমেটোর সস দিয়ে নুডলস, পাস্তা, ফ্রাই রাইস, ইত্যাদি খেতে ভীষণ পছন্দ করেন। আর তাইতো ভারতে এমন অনেক কোম্পানি আছে যারা টমেটো সস তৈরি করে বাজারে বিক্রি করে থাকে।

এর মাধ্যমে অধিক পরিমাণে উপার্জন সম্ভব। তেমনি আপনিও কিন্তু ছোট স্তরে টমেটোর সসের ব্যবসা শুরু করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

কোচিং সেন্টার ব্যাবসা

কোচিং সেন্টার খুলে আপনিও কিন্তু তা থেকে ভালো মত একটা ইনকাম করতে পারবেন। তার সাথে সাথে ছেলেমেয়েদের অর্থাৎ ছাত্র-ছাত্রীদের উচ্চতর জ্ঞান দেওয়ার মধ্যে দিয়ে তাদের অনেকটাই সহযোগিতা করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

খেজুর চাষের ব্যবসা

সারাবছর খেজুর বিক্রি হওয়ার সাথে সাথে রমজান মাসে এর চাহিদা আরো বেশি বেড়ে যায় এবং বিক্রি হয় বহুগুণে। আর সেই কারণে আরবের খেজুর প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে, এবং আর্থিক দিক থেকে অনেকটাই উন্নত হয়েছে খেজুর ব্যবসাতে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

মাছ চাষের ব্যবসা

ভারতে মাছ চাষ করে ব্যবসা করা ভীষণ লাভ দায়ক। কেননা বাঙালি মাছ ছাড়া ভাত খেতে চান না। বিভিন্ন রকমের মাছ পাতে না থাকলে খাওয়াটা ঠিক জমে না। তাই এই ব্যবসা আপনার কাছে একটি দারুন লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

রান্নায় মশলার ব্যবসা

মশলা ছাড়া রান্না একেবারেই অসম্পূর্ণ। এই সমস্ত মশলা গুলিকে সব সময় বাড়িতে তৈরি করা যায় না। এগুলি বিভিন্ন রকমের ব্যবসার মাধ্যমে এবং মেশিনের মধ্যে দিয়ে তৈরি করে প্যাকেট করা হয়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

বিস্কুট তৈরির ব্যবসা

মার্কেটে আগে অনেক রকমের বিস্কুট রয়েছে আর এই বিস্কুট বানানো কোম্পানি ও নেহাত কম নয়। যারা নানা রকম স্বাদের বিস্কুট বানিয়ে মার্কেটে বিক্রি করছে এবং তা থেকে প্রচুর পরিমানে উপার্জন করছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আধুনিক ফুলের ব্যবসার

যেকোনো অনুষ্ঠানে অথবা বড় যেকোনো অনুষ্ঠান হোক না কেন, ফুলের বুকে দেওয়া হয়ে থাকে। তার জন্য সুন্দর তাজা ফুলের দরকার হয়।

আর এটা একমাত্র পাওয়া যায় বড় ফুলের দোকান থেকে। যেটা আপনি যদি ব্যবসা টি করেন, তাহলে এ থেকে প্রচুর পরিমানে উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পিভিসি পাইপ তৈরি করার ব্যবসা

পিভিসি পাইপ হলো পলিভিনাইল ক্লোরাইড পাইপ যার ব্যবহার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, বিদ্যুৎ এবং ইরিগেশন ক্ষেত্রে আলাদা আলাদা রূপে ব্যবহার করা হয়।

যদি আপনি এই পাইপের ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে থাকেন তাহলে এই ব্যবসা থেকে খুব ভালো মত একটা উপার্জন করতে পারবেন আপনি।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

সোলার প্যানেল লাগানোর ব্যবসা

সোলার প্যানেল এর ডিলারশিপ নিয়ে অনেকেই ব্যবসা করছেন, যাদের থেকে সাধারণ মানুষ সোলার প্যানেল বসিয়ে নিজেদের ঘরকে আলোকিত করছেন এবং তার বিনিময় ডিলারদের কে সোলার প্যানেলের দাম এবং বসানোর জন্য কমিশন দিয়ে থাকে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

মোমবাতি তৈরির ব্যবসা

মোমবাতি ব্যবসা এমন একটি ব্যবসা যে ব্যবসাতে অধিক পরিমাণে উপার্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে। আবার শুরু করার সময় বেশি ইনভেস্টমেন্ট এরও প্রয়োজন হয় না। আর এর চাহিদা কখনোই কম হয়না।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পেপার ব্যাগ বানানোর ব্যবসা

কাগজের ব্যাগ অথবা পেপার ব্যাগ প্লাস্টিক ব্যাগের তুলনায় বেশি স্টাইলিশ হয়ে থাকে, আর তাই যদি কোন ব্যক্তি এই ব্যবসাটি শুরু করতে চান, সে ক্ষেত্রে প্রচুর পরিমাণে উপার্জন করা সম্ভব এই ব্যবসা থেকে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

হাতে তৈরি গয়নার ব্যবসা

যে জুয়েলারি গুলি সম্পূর্ণরূপে হাতে তৈরি করা, আপনিও এই ব্যবসা করে উপার্জন করতে পারেন। আপনার ডিজাইনার জুয়েলারি গুলি মার্কেটিংয়ের মাধ্যমে অনায়াসেই বিক্রি করে ভালোমতো উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অনলাইন ম্যাগাজিন ব্যবসা

অনলাইন ম্যাগাজিন ততদিন পর্যন্ত প্রকাশিত হতে থাকবে যতদিন পর্যন্ত পোর্টাল এর কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য উপস্থিত থাকবে। যতদিন পর্যন্ত প্রকাশ হতে থাকবে আর এই ম্যাগাজিন সবসময়ের জন্য সুরক্ষিত থাকবে আর উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

রেডিমেড গার্মেন্টস ব্যবসা

কাপড়ের ব্যবসা তে রেডিমেড গার্মেন্টসের স্টোর (Readymade Garments Store) ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় বলে মনে করা হয়।

এই ব্যবসাতে ব্যবসায়ী কাপড় বিক্রিতে অধিক পরিমাণে মার্জিন রেখে থাকে। সেই কারণে এই ব্যবসাতে অধিক পরিমাণে উপার্জন করা সম্ভব।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

LED লাইট তৈরির ব্যবসা

ভারত সরকার দেশে এলইডি লাইটের ব্যবহার বেশি মাত্রায় করতে বলছে। গতবছর সরকার সম্পূর্ণ দেশে ডোমেস্টিক এফিশিয়েন্ট লাইটিং প্রোগ্রাম (Domestic Efficient Lighting Program) উজালা যোজনা এর সূচনা করেছে।

এই উজালা যোজনা সফল হওয়ার ক্ষেত্রে দেশে এলইডি ব্যবসা করার সম্ভাবনা প্রচুর মাত্রায় বেড়ে গিয়েছে। আপনি যদি কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন তাহলে খুবই কম ইনভেস্ট করে এই ব্যবসাটি আপনি অনায়াসেই করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আলুর চিপস বানানোর ব্যবসা

এই ব্যবসাতে প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে বিভিন্ন রকমের আলু, যেমন সাধারণ আলু, মিষ্টি আলু, ইত্যাদি, চিপস ভাজার জন্য তেল এবং পাত্র এবং লবন, লঙ্কার গুঁড়ো ইত্যাদির প্রয়োজন হবে। ঘরে বসেই এবং ঘরে থেকেই ছোট আকারে আলুর চিপস তৈরির ব্যবসা শুরু করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

সাবান তৈরির ব্যবসা

সকল মানুষ কাপড় কাচার জন্য সাবান ব্যবহার করে থাকেন। আর তাই আপনি এর মার্কেটের চাহিদা অনুসারে অনায়াসেই ব্যবসাটি শুরু করতে পারেন, অর্থাৎ কাপড় ধোয়ার সাবান তৈরি করে তার ব্যবসা করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

হার্ডওয়ারের দোকানের ব্যবসা

পৃথিবীতে বিভিন্ন রকমের কাজ এবং ব্যবসা রয়েছে। যা কিনা ভালোমতো চালিয়ে নিয়ে যেতে পারলে জীবনে অনেক উপার্জন করা সম্ভব। অন্যান্য দোকানের মত হার্ডওয়ারের দোকান কিন্তু একইরকম।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আলু আর পেঁয়াজের পাইকারি ব্যবসা

আলু আর পেঁয়াজের ব্যবসা কে আপনার কাছে বেশ লাভজনক একটি ব্যবসা হবে বলতে পারেন। এতে আপনি প্রতিমাসে কম করে ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ফটো এডিটিং ব্যবসা

টেকনোলজি এতটাই বেশি উন্নত হয়েছে যে মানুষ শুধুমাত্র ফটো এডিটিং এর কাজ করে হাজার নয় লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারছেন। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এই কাজটি আপনি কিভাবে করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

সিমুই আর নুডুলস বানানোর

সিমুই আর নুডুলস বেশ জনপ্রিয় খাবার, সবার ঘরে কমবেশি কিন্তু এই জিনিস গুলি পাওয়া যায়। কেননা বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করেন।

আর মার্কেটে এর চাহিদা এতটাই যে আপনি অনায়াসেই এগুলি তৈরি করে ব্যবসা করতে পারবেন এবং সহজেই এগুলি তৈরিও করা যায়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

টিস্যু পেপার তৈরির ব্যবসা

যদি কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন তাহলে এই টিস্যু পেপারের ব্যবসাটি ও একবার ভেবে দেখতে পারেন। কেননা এর চাহিদা মার্কেটে প্রচুর। আর এই টিস্যু পেপারের ব্যবসা থেকে আপনি অধিক পরিমাণে উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ফিনাইল ও হারবাল ফিনাইল বানানোর ব্যবসা

মার্কেটে চাহিদা প্রচুর থাকার কারণে আপনি এই ফিনাইল তৈরির ব্যবসা শুরু করে কিভাবে তা থেকে অধিক পরিমাণে উপার্জন করতে পারেন আজকের এই আর্টিকেলটিতে জানা যাক।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

মোবাইলের ব্যাক কভার প্রিন্টিং ব্যাবসা

মোবাইল বিক্রির সাথে সাথে মোবাইলের কভারও বিক্রি যেমন হয় তেমনি মোবাইল কভার এর উপরে প্রিন্টিং করে আপনি ব্যবসা করতে পারেন। যেটা বেশ ভালো দাম দিয়ে মার্কেটে বিক্রি করা যায়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পেপার প্লেট বানানোর ব্যবসা

আপনার পছন্দ মত যে কোন মাপের পেপার প্লেট তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারেন। এর চাহিদা সবসময়ের জন্য বজায় থাকে। ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে, সে ধারণাটা নিশ্চয়ই করা যায়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন ব্যবসা

বিভিন্ন কোম্পানি বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। আপনি এই বিদ্যুৎ চালিত যানবাহন এর চার্জিং পয়েন্ট অথবা চার্জিং স্টেশন তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। যা কিনা ভবিষ্যতে এবং বর্তমানেও প্রচুর লাভ দায়ক।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

গোবর গ্যাস প্লান্ট ব্যবসা

আপনি যদি গোবর গ্যাসের প্লান্ট লাগিয়ে ফেলেন তো রান্না করার জন্য যে গ্যাসের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি খুব অল্প খরচে এবং সামান্য দেখভালের মাধ্যমে পেয়ে যেতে পারেন।

এই গ্যাস আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন যদি সাধারণ গ্যাসের দামের থেকে একটু কম রাখেন তাহলে প্রচুর ডিমান্ড পাবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

মাটির থালা বাসন তৈরির ব্যবসা

আধুনিক যুগে দাঁড়িয়েও মাটির জিনিসপত্র এবং থালা বাসন বেশ ভালই ভূমিকা রাখে। ইদানিং অনেক মানুষের ঘরে মাটির থালা বাসন দেখতে পাওয়া যায় এবং সেগুলি তারা ব্যবহারও করে থাকেন।

এই ব্যবসা অধিক লাভজনক, একটি ব্যবসা কিছু সহজ পদক্ষেপ মেনে আপনি যদি এই ব্যবসা করতে পারেন তাহলে অনেকটাই লাভবান হতে পারবেন আপনি।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

হোম ডেলিভারি ব্যবসা

আপনি আপনার হোম ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন। অধিক লাভজনক ব্যবসা থেকে আপনি উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। চলুন তাহলে জানা যাক কিভাবে আপনি হোম ডেলিভারি ব্যবসা শুরু করবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

প্যাকেট করা ডাবের জল ব্যবসা

এখন তো আবার ডাবের জল প্যাকেট করে বিক্রি হচ্ছে। বিভিন্ন কৌশলে ডাবের শাঁস যুক্ত ডাবের জল প্যাকেট করা হয় এবং সেগুলিকে বাজারে বিক্রি করা হয়। ক্রেতারা এগুলো খুব উৎসাহের সাথে এবং দাম দিয়ে কিনে থাকছেন একেবারে হুড়মুড়িয়ে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

চক বানানোর ব্যবসা

ব্ল্যাকবোর্ডের চক এর ব্যবহার এর সুবিধা হল, লেখার পর খুব সহজেই লেখাগুলি মুছে ফেলা যায়। তার সাথে সাথে স্কুল কলেজের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সে ক্ষেত্রে আপনি এই চক বানানোর ব্যবসাটাকে ছোট আকারে শুরু করতে পারেন। আর এই ব্যবসার মধ্যে দিয়ে আপনি একটি ভাল রকমের রোজগার তৈরি করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

পেপার গ্লাস তৈরির ব্যবসা

বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পার্টি, সব জায়গাতেই পেপার গ্লাস অথবা কাপ এর প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। আর সেই কারণেই আপনার জন্য এই ব্যবসাটা ভীষন  লাভ দায়ক হতে পারে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অতিরিক্ত উপার্জনের সেরা সাইড বিজনেস আইডিয়া

আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কতকগুলি সাইড বিজনেস আইডিয়া যেগুলি করে অতিরিক্ত ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ের জিনিসপত্রের দাম হিসাবে বেড়েই চলেছে সেই হিসাবে বেতনের সাথে সাথে কিছু আলাদা ইনকাম দরকার পড়ে আর সেই দরকার পূরণ করার জন্যই আমাদেরকে করতে হয় কিছু আলাদা কাজ।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

জোম্যাটো অ্যাপের সাথে ব্যবসা

আপনি ব্যবসাটি ডিজিটাল মাধ্যমে শুরু করতে পারবেন। যেমন আমাদের সরকার ডিজিটাল এর উপরে বেশি জোর দিয়ে থাকে। জোম্যাটোর সাথে যুক্ত হয়ে অনেক মানুষ অনেক উপার্জন করছেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

টি-শার্ট প্রিন্টিং ব্যবসা

বাজার থেকে অনলাইনে সব জায়গাতেই প্রিন্টেড টি-শার্ট যেন বেশ নজর কাড়ে। আলাদা আলাদা রকমের রং, নতুন নতুন ডিজাইন, পছন্দমত প্রিন্ট, এসবের সাথে যদি টি শার্ট আপনি বিক্রি করতে পারেন, তার থেকে ভালো মত একটা উপার্জন আসবে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

সেরা 10টি বিবাহ সম্পর্কিত ব্যবসার আইডিয়া

সাকসেসফুল বিজনেস আইডিয়া এমনিতে তো পাওয়া যায় না, কিন্তু আজকে এমন কিছু ব্যবসার আইডিয়া সম্পর্কে জানব, যা আপনার অনেক সাহায্যে আসতে পারে।

তবে আপনি যদি ওয়েডিং অথবা বিবাহ সম্পর্কিত কোন ব্যবসা করে থাকেন, আপনার প্রতি বছর এই ব্যবসা দ্বিগুণ গতিতে বাড়বে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

স্টেশনারি দোকানের ব্যবসা

স্টেশনারি জিনিসপত্রের চাহিদা মার্কেটে সবসময় বজায় থাকে। লেখাপড়ার সাথে সম্পর্কিত জিনিসপত্র, স্কুল, কলেজ এবং দপ্তরের যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো এই স্টেশনারি দোকানে পাওয়া যায় অতি সহজে। আর সেই কারণে কখনোই এই দোকানের চাহিদা কমবে না।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

চাল মিলের ব্যবসা

ভারত এমন একটি দেশ যেখানে বাসমতি চাল উৎপাদন সবচেয়ে বেশি হয়। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, এই সমস্ত জায়গাতে ভারত থেকে চাল আমদানি করে থাকে তারা।

সবচেয়ে লাভজনক উদ্যোগের মধ্যে চালের মিল একটি। তাছাড়া ভারতের বিভিন্ন রকমের লাভ দায়ক ব্যবসা মধ্যে পড়ে এটি।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ট্রান্সপোর্টের ব্যবসা

ভারতের ট্রান্সপোর্টের ব্যবসা বেশ ভালোভাবে চলে, আপনি চাইলে এই ব্যবসাটি খুব অল্প টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন।

এই ব্যবসাটি শুরু করতে গেলে এবং ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে গেলে আপনাকে কি কি করতে হতে পারে চলুন জানা যাক

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবসা

অ্যাম্বুলেন্স সার্ভিস আপনার অধিক পরিমাণে উপার্জনে দেওয়ার সাথে সাথে সাধারণ মানুষকে সহযোগিতা করবে খুব ভালোভাবে। আর তাই বর্তমানে অ্যাম্বুলেন্স সার্ভিস এর বেশ জনপ্রিয়তা এবং চাহিদা বেড়েছে।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

আখের রস বিক্রির ব্যবসা

এই ব্যবসাটি বেশ লাভজনক একটি ব্যবসা। যেটি আপনি খুব সহজেই কম টাকা ইনভেস্ট করে খুব তাড়াতাড়ি শুরু করতে পারেন।

যদি মনে করেন যে আজকে, এই ব্যবসাটি শুরু করবেন তাহলে কাল থেকে এই ব্যবসাটি শুরু করা যায়, এমন ভাবে ধরা হয়।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

মেডিকেল স্টোর খুলে মেডিসিনের ব্যবসা

আপনি যতই ডাক্তার দেখিয়ে থাকেন না কেন, আপনাকে সেই ওষুধ কিনতে গেলে মেডিকেল স্টোরেই যেতে হবে। আপনি যদি এমন কোন ব্যবসার কথা চিন্তা করে থাকেন, তাহলে কিছু ইনভেস্ট এর মাধ্যমে মেডিকেল স্টোর এর ব্যবসা শুরু করতে পারেন, যা থেকে আপনি খুব ভালোমতো উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

গৃহবধূদের জন্য সাইড বিজনেস আইডিয়া

আমাদের দেশে মহিলাদের ঘরের কাজে ব্যস্ত থাকতে হয়, সে ক্ষেত্রে নিজের একটি পরিচয় বাড়ানোর কোন সময় হয়ে ওঠে না তাদের পক্ষে, বিশেষ করে যারা গৃহবধূ, ঘরের কাজ, ছেলে মেয়েদের স্কুল, সামলে নিজের জন্য সময় টুকু বের করার মত সময় হয়ে ওঠে না। তবে চাইলে এর ফাঁকেও আপনি সময় বের করে নিজের জন্য কিছু করতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

স্কুল শিক্ষকদের জন্য সাইড বিজনেস আইডিয়া

যদি আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন শিক্ষকতা ছাড়াও পার্ট টাইম বিজনেস করার যদি ইচ্ছে থাকে তাহলে, আজকের এই ব্যাবসাগুলি আপনার ভীষণ ভালো লাগবে।

যেগুলি আপনি খুব সহজেই অনায়াসেই করতে পারবেন এবং তা থেকে বেশ ভালো মত একটা উপার্জন করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

লাভজনক ব্যবসার আইডিয়া

আজকাল তরুণ-তরুণী এবং ছোট ব্যবসায়ীরা এমন ব্যবসার সন্ধান করে চলেন যে ব্যবসা থেকে অধিক পরিমাণে লাভ পাওয়া যায়। এবং ইনভেস্টমেন্ট সেই তুলনায় অনেক কম অর্থাৎ তারা এমন একটা ব্যবসা শুরু করতে চান যেটা নিজস্ব হবে এবং খুব তাড়াতাড়ি সেই ব্যবসা থেকে প্রচুর পরিমানে আয় (Huge Profitable Business Ideas) করতে পারবেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

অশিক্ষিত ব্যক্তির জন্য ব্যবসার আইডিয়া

আপনি যদি এমন কোন মানুষের খোঁজ পেয়ে থাকেন যারা কিনা একেবারেই পড়াশোনা জানেন না অথবা খুব অল্প পরিমাণে পড়াশোনা করেছেন, তাদেরকে আপনি কিছু টাকা উপার্জন করা ব্যবসা সম্পর্কে আইডিয়া দিতে পারেন। যার ফলে সেই ব্যক্তি নিজের জীবিকা নির্বাহ করার জন্য একটি সুন্দর পথ খুঁজে পান।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

দারুন কিছু কুটির শিল্পের ব্যবসা

দারুন কিছু কুটির শিল্পের ব্যবসা
দারুন কিছু কুটির শিল্পের ব্যবসা

আপনি কি জানেন এমন কিছু উদ্যোগ আছে যেগুলো খুব কম টাকা ইনভেস্ট করে আপনি নিজেই নিজের ঘরে থেকে অথবা দোকান ভাড়া নিয়ে পরিবারের সাথে মিলে ব্যবসাটি শুরু করতে পারেন! আর এরকম উদ্যোগকে এককথায় কুটিরশিল্প বলতে পারেন।

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

ভার্চুয়াল ওয়েডিং প্লানার ব্যবসা

ভার্চুয়াল ওয়েডিং প্লানার ব্যবসা
ভার্চুয়াল ওয়েডিং প্লানার ব্যবসা

মহিলা হোক বা পুরুষ সকলের জন্য দুর্দান্ত ভার্চুয়াল ওয়েডিং প্লানার ব্যবসা আইডিয়া, এই ব্যাবসা করে বাড়িতে বসে রোজগার করুন লক্ষ টাকা

এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জানুন →

এছাড়াও আরও নতুন নতুন ব্যাবসার আইডিয়া এই পেজে প্রতিনিয়ত আপডেট করা হয়। কেবল ব্যাবসার আইডিয়া নয় সাথে  কিভাবে এই নতুন ব্যাবসা শুরু করবেন? কি কি প্রয়োজন ব্যাবসা শুরু করতে? লাভ ও নোকসান সবকিছু বিস্তারিত ভাবে জানানো হয়। অবশ্যই নতু আপডেট পাওয়ার জন্য এই পেজ প্রতিদিন দেখতে থাকুন।

কোন রকম জিজ্ঞাসা, প্রশ্ন ও আপনার মনে থাকা কোন কথা জানাতে হলে নীচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। যদি আমাদের এই লেখা পছন্দ হয়ে থাকে তাহলে সকলে সাথে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top