🚩স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা 2024: স্ট্যাটাস ও কবিতা🚩

Happy Swami Vivekananda Jayanti Bengali Status 2024: শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাসকবিতা | শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী মেসেজ 2024 | বাংলা স্বামী বিবেকানন্দ জয়ন্তীর স্ট্যাটাস – স্বামী বিবেকানন্দ জয়ন্তীর স্ট্যাটাস | Bangla Happy Swami Vivekananda Jayanti Status – Happy Swami Vivekananda Jayanti Bengali Status & Shayari.

ভারতবর্ষের কাছে বছরের প্রতিটি দিন কোন না কোন বিশেষ দিন হয়ে দাঁড়ায়। কেননা আমাদের এই দেশের মাটিতে এমন অনেক মহাপুরুষ ও বীর মহান দের জন্ম হয়েছে তাদের উদ্দেশ্যে প্রতিটা দিন যেন আমাদের কাছে এক একটি স্মরণীয় দিন।

স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা স্ট্যাটাস ও কবিতা
স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা স্ট্যাটাস ও কবিতা

১২ ই জানুয়ারি “জাতীয় যুব দিবস” হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে ভারতের যুবসমাজকে অনুপ্রাণিত করার জন্য ছাত্ররা স্বামী বিবেকানন্দের চিন্তাধারার সাথে সম্পর্কিত বক্তৃতা এবং লেখাগুলি পড়ে থাকেন।

১৯৮৫ সাল থেকে প্রতি বছর ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সারাদেশে জাতীয় যুব দিবস (National Youth Day) হিসেবে পালন করা হয়ে আসছে তাকে সম্মান জানানোর পাশাপাশি সমাজের যুবক যুবতীদের অনুপ্রাণিত করার জন্য।

স্বামী বিবেকানন্দ ছিলেন দেশের একজন মহান সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং তার সাথে দার্শনিক। এই দিবসটির উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা তার ধারণা দ্বারা সারা দেশের যুবসমাজকে প্রভাবিত করা।

বিবেকানন্দ তার জীবনকে সামাজিক কাজে উৎসর্গ করেছিলেন এবং তিনি একজন সন্ন্যাসী হিসেবে জীবন যাপন করেছেন। তিনি ১৯০২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামকৃষ্ণ মিশন ও তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে কর্মযোগ, ধর্মীয়, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার নীতিগুলি মানুষের মধ্যে দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা 2024:

এমন এক মহান ব্যক্তির স্মরণে তাকে সম্মান জানাতে তার সাথে সমাজের যুবসমাজ কে অনুপ্রাণিত করতে বিশেষ কিছু শুভেচ্ছা বার্তা রইল সকলের জন্য:

যেকোনো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল,
তার নিশ্চিত করার জন্য তার তরুণদের,
সঠিক দিক নির্দেশনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তোমাকে জানাই যুব দিবসের,
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

একটি জাতির যুবসমাজ উচ্চ আত্মা ও,
উদারতায় পরিপূর্ণ এবং এটি একটি,
দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।
যুব দিবসে আন্তরিক শুভেচ্ছা গ্রহন করো।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

যদি এই বিশ্ব যৌবনের দ্বারা পরিচালিত হতো,
তবে এটি আরো ভালো জায়গা পেত।
তারাই সবচেয়ে বেশি জীবিত,
আদর্শবাদী এবং শক্তিশালী,
শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

ওঠো, জাগ্রত হও এবং,
লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
স্বামী বিবেকানন্দ এর জন্মদিন উপলক্ষে,
আপনাকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাই।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ,
আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে,
স্বামী বিবেকানন্দের মতো কারো কাছ থেকে,
অনেক কিছু শেখার আছে।
আপনাকে জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর,
শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

তারুন্যই দেশের ভবিষ্যৎ,
তাই তারুণ্যই আমাদের সর্বদা প্রতিটি কাজে,
মনোনিবেশ করতে সাহায্য করে।
শুভ যুব দিবসের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে,
দেশের যুবকদের উপর।
আমাদের জাতির তরুণ মস্তিষ্ক ও মনকে,
জাতীয় যুব দিবসের অনেক অনেক শুভেচ্ছা,
অভিনন্দন ও ভালবাসা,
তার সাথে রইল অনেক অনেক শুভকামনা।
শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

স্বামী বিবিকানন্দ তিনটি আদর্শ,
চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন, যা হল
“যারা তোমায় সাহায্য করেছে,
তাদের কখনো ভুলে যেও না,
যারা তোমাকে ভালোবাসে,
তাদের কোনদিনও ঘৃণা করো না,
আর যারা তোমাকে বিশ্বাস করে,
তাদের কখনো ঠকিও না”।
শুভ যুব দিবস

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

স্বামী বিবেকানন্দের কিছু অমূল্য বাণী:

“অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম,
এই মধুর নামে আমি তোমাদের সম্মোধন করতে চাই।
তোমরা অমৃতের অধিকারী,
তোমরা ঈশ্বরের সন্তান,
অমৃতের অধিকারী পবিত্র ও পূর্ণ।”
শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

“পরোপকারই জীবন,
পরহিতচেষ্টার অভাবে মৃত্যু।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

“মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়ে,
ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়,
তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়।
তার মধ্যে যে শক্তি আগে থেকে বিরাজ করছে,
তার বিষয়ে স্মরণ করিয়ে দাও।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

 

“কেবলমাত্র শারীরিক সাহায্য দ্বারা,
জগতের দুঃখ দূর করা যায় না,
যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে,
ততদিন এই শারীরিক অভাব গুলি,
সর্বদাই আসবে এবং দুঃখ অনুভব হতে থাকবে।
যতই শারীরিক সাহায্য করো না কেন,
কোন মতেই দুঃখ একেবারে দূর হবে না,
জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান,
মানবজাতিকে শুদ্ধ ও পবিত্র করা।”
শুভ যুব দিবস

“চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং,
সত্য উপদ্ধির জন্য তীব্র প্রচেষ্টায় কেবল,
মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর,
প্রভাব বিস্তার করতে পারে।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও ভালবাসা

“ওরে, কেউ কাউকে শেখাতে পারে না,
শেখাচ্ছি মনে করেই শিক্ষকই সব মাটি করে।
কি জানিস বেদান্ত বলে এই মানুষের ভিতরেই সব আছে।
একটা ছেলের ভিতরেও সব আছে,
কেবল সেগুলি জাগিয়ে দিতে হবে,
এইমাত্র শিক্ষকের কাজ।”
শুভ যুব দিবসের শুভকামনা।

“মানুষ মূর্খের মত মনে করে,
স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে,
বহু কালের চেষ্টার পর অবশেষে বুঝতে পারে,
প্রকৃত সুখ স্বার্থরতার নাশে এবং সে নিজে ব্যতীত,
অপর কেউই তাকে সুখী করতে পারে না।”
স্বামী বিবেকানন্দ জয়ন্তীর শুভেচ্ছা ও ভালোবাসা

“দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়,
আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়,
আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য,
এই যে কেবল তাদেরকে শিক্ষা দেওয়া এবং,
তাদেরকে বিনষ্ট প্রায় ব্যক্তিত্ববোধ জাগিয়ে তোলা।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা

“জোর করে সংস্কারের চেষ্টার ফল এই যে,
তাতে সংস্কার বা উন্নতির গতিরোধ হয়।
কাউকে বলো না তুমি মন্দ বরং তাকে বল,
তুমি ভালোই আছো, আরো ভালো হও।
পুরুষরা সব দেশেই অনিষ্ট করে থাকে,
কারণ তারা লোককে গালাগাল দেয়,
ও তাদের সমালোচনা করে।
তারা একটা দড়ি ধরে টান দেয়,
মনে করে সেটাকে ঠিক করবে,
কিন্তু তার ফলে আরও,
দু তিনটে দড়ি স্থানভ্রষ্ট হয়ে পড়ে।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

“উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও,
যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও,
আর এটা সব সময় মাথায় রেখো,
তুমি তোমার নিয়তির স্রষ্টা,
তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন,
সবটা তোমার মধ্যেই রয়েছে,
সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও।”
শুভ যুব দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

“যেকোনো একটা ভাবনা মাথায় আনো,
সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো,
সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো,
সেই ভাবনাকে বাস্তবায়িত করতে,
তোমার মস্তিষ্ক, তোমার পেশি,
তোমার শরীরের সবকটা অংশকে কাজে লাগাও এবং,
প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো,
এই পথেই তোমার সাফল্য আসবে।”
শুভ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

“যদি তুমি খ্রিষ্টের মতো ভাবো,
তাহলে তুমি একজন খ্রিষ্টান,
যদি তুমি বুদ্ধ এর মতো ভাবো,
তাহলে তুমি একজন বৌদ্ধ,
তোমার ভাবনা অনুভূতি,
তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি,
যতই বুদ্ধি দিয়ে কাজ করো,
এগুলিকে ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়।”
শুভ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

“তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে,
স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে।”
শুভ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা

তারুণ্যে ভরে যাক সকলের জীবন,
দৃঢ়তা আসুক সকলের মনে প্রাণে,
জেদ গুলি কাজে লাগিয়ে সফল হও তোমার লক্ষ্যে।
এই বিশেষ দিনে তোমাকে জানাই,
অনেক অনেক শুভকামনা,
শুভ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

জীবনে ভালোভাবে বাঁচতে গেলে,
সবথেকে পজেটিভ থাকতে হবে,
যে কোন কাজে হার না মেনে,
নিজের সমস্ত শক্তিটুকু প্রয়োগ করতে হবে,
তখন দেখবে তোমার কঠিন কাজটাও সহজ হয়ে গিয়েছে,
সেই কাজে তুমি সফলতা পেয়েছ।
শুভ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।


স্বামী বিবেকানন্দ তিনি সন্ন্যাস গ্রহণ করলেও বাস্তব জীবনের সকলের যা প্রয়োজন, যেভাবে বাঁচা দরকার তা তিনি কিন্তু সকলের মধ্যে বেশ ভালোভাবেই বুঝিয়ে গেছেন। তিনি জানিয়েছেন কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, নিজের স্বপ্ন পূরণ করতে হয়।

আর নিজের হাতেই রয়েছে নিজের ভাগ্য গড়ার চাবি। আর এই বিশেষ দিনে সকল যুব সাম্প্রদায়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তার সাথে রইল শুভকামনা।

আপনার আশেপাশের চেনা পরিচিত, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয়জন, সকলের কাছে এই শুভেচ্ছা বার্তা গুলো পাঠিয়ে তাদের মনের মধ্যে তারুণ্য ভাব জাগিয়ে তুলতে পারেন আপনিও, যা তাদের জীবনকে আরো বেশি সহজ করে তুলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top