Sitaram Jindal Scholarship 2023: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

 

Sitaram Jindal Scholarship ভারতের সুবিধা বঞ্চিত দরিদ্র শ্রেনীর ছাত্রছাত্রীর পড়াশুনার সুবিধা দিতে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই স্কলারশীপ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, বেঙ্গালুরু এর পক্ষ্য হতে দেয়া হয়। ভারতের অনেক দরিদ্র ছাত্রছাত্রী মেধাবী হয়েও শিক্ষালাভের সুযোগ পায় না শুধুমাত্র পড়াশুনার খরচ মেটাতে না পেরে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এই সকল মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষালাভে সহায়তা করতে এই Sitaram Jindal Scholarship চালু করেছে।

Sitaram Jindal Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট
Sitaram Jindal Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারে। পলিট্যাকনিক্যাল ও ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরাও এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারে। নির্বাচিত আবেদনকারীরা মাসে সর্বোচ্চ 2500 টাকা করে Sitaram Jindal Scholarship পেয়ে থাকে। এই লেখার মাধ্যমে আপনি Sitaram Jindal Scholarship পাবার যোগ্যতা, আবেদনের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জানতে পারবেন।

Sitaram Jindal Scholarship এর গুরুত্বপূর্ণ তথ্য

বিষয় বিবরণ
স্কলারশীপের নামঃ Sitaram Jindal Scholarship
পরিচালনায়ঃ Sitaram Jindal Foundation
প্রযোজ্যঃ উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী
আবেদনের সময় যে কোন সময়
আবেদনের মাধ্যম অফলাইন ও অনলাইন
ওয়েবসাইট sitaramjindalfoundation.org
ঠিকানা Sitaram Jindal Foundation
“NATURELLE”
No.11, Green Avenue, Behind Sector D III,
Bhatta Road, Vasant Kunj, New Delhi- 110 070

 

Sitaram Jindal Scholarship Reward:

Sitaram Jindal Scholarship এ আবেদনকারীর শিক্ষাকোর্সের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেনীতে স্কলারশীপ দিয়ে থাকে। ছাত্রছাত্রীর শিক্ষার বিভিন্ন ধাপের উপর নির্ভর করে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত স্কলারশীপ দিয়ে থাকে। নিচে বিভিন্ন শ্রেনীতে বিভিন্ন প্রকার স্কলারশীপের বর্ণনা দেয়া হলো।

ক্রমিক স্কলারশীপ স্কলারশীপের পরিমাণ
০১ ক্যাটগরি A (Class 11& 12) 500 টাকা
০২ ক্যাটাগরি B (ITI Student) 500 টাকা (সরকারী ITI)
700 টাকা (বেসরকারী ITI)
০৩ ক্যাটাগরি C (Graduate & Post Graduate) গ্র্যাজুয়েট কোর্স
1000 টাকা (সাধারন বিভাগে ছাত্রী)
800 টাকা (সাধারন বিভাগে ছাত্র)
1000 টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
1200 টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)
পোষ্ট গ্র্যাজুয়েট কোর্স
1200 টাকা (সাধারন বিভাগে ছাত্রী)
1000 টাকা (সাধারন বিভাগে ছাত্র)
1200 টাকা (শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী)
1500 টাকা (সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে)
০৪ ক্যাটাগরি D (Diploma Course) 1200 টাকা (ছাত্রী)
1000 টাকা (ছাত্র)
০৫ ক্যাটগরি E (Engineering & Medical Course) 1700 টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী)
1500 টাকা (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র)
2000 টাকা (মেডিক্যালের ছাত্রী)
1800 টাকা (মেডিক্যালের ছাত্র)
2500 টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্রী)
2300 টাকা (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংয়ের পোষ্ট গ্র্যাজুয়েটের ছাত্র)

 

এই Scholarship এর আবেদনের সময়ঃ

Sitaram Jindal Scholarship বিভিন্ন ক্যাটাগরিতে সারাবছর স্কলারশীপ প্রদান করে থাকে। আবেদনকারী ছাত্রছাত্রী তার যখন প্রয়োজন তখন আবেদন করতে পারে। তবে একজন আবেদনকারী তার একটি কোর্সে পড়ার সময় ১ বারই আবেদন করতে পারে।

আবেদনের যোগ্যতাঃ

Sitaram Jindal Scholarship এর আবেদনের জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার যোগ্যতা থাকতে হয়। এর মাঝে রয়েছে পূর্বের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, পারিবারিক আয় এবং অন্যান্য। আসুন দেখে নি Sitaram Jindal Scholarship এর জন্য কোন ক্যাটাগরিতে কি কি যোগ্যতা দরকার হয়।

ক্রমিক ক্যাটাগরি যোগ্যতা
০১ ক্যাটাগরি A আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 70% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।
০২ ক্যাটাগরি B আবেদনকারীকে সরকারী অথবা বেসরকারী ITI এ অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 40% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।
০৩ ক্যাটাগরি C আবেদনকারীকে গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।
আবেদনকারীকে পোষ্ট গ্র্যাজুয়েট কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।
০৪ ক্যাটাগরি D আবেদনকারীকে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।
০৫ ক্যাটাগরি E আবেদনকারীকে ইঞ্জিয়ারিং বা মেডিক্যাল কোর্সে অধ্যয়নরত হতে হবে।
আবেদনকারী ছেলে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 70% নাম্বার পেতে হবে
আবেদনকারী মেয়ে হলে তাকে পূর্বের পরীক্ষায় কমপক্ষে 65% নাম্বার পেতে হবে
আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে ।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে।


আবেদনের প্রক্রিয়াঃ

Sitaram Jindal Scholarship এর জন্য অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করা যায়। Sitaram Jindal Scholarship এর ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যায়। আসুন দেখে নি Sitaram Jindal Scholarship এর জন্য আবেদন করতে কি কি কাগজপত্র দরকার হয়।

১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশীটের কপি।

২) পারিবারিক আয়ের সার্টিফিকেট।

৩) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।

এখানে আমার Sitaram Jindal Scholarship নিয়ে অনেক বিষয় জানতে পারলাম। এই লেখাটি শেয়ার করলে অনেক দরিদ্র ছাত্রছাত্রী এই Sitaram Jindal Scholarship এর আবেদনের সু্যোগ পেতে পারে। আরো অনেক স্কলারশীপের বিস্তারিত খবর জানতে আমাদের সাইটে চোখ রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top