মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জেনে নিন সমস্ত কিছু

প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের প্রচুর ক্ষতি হয়ে থাকে। প্রচুর বৃষ্টিতে, ঝড়ে, ওলা বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায়।

এই ধরণের প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়ে যাওয়া ক্ষতির থেকে রেহাই পাবার জন্য কেন্দ্র সরকার দ্বারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু করা হয়েছে।

মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জেনে নিন সমস্ত কিছু
মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জেনে নিন সমস্ত কিছু

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা তে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতি হয়ে যাওয়া ফসলের জন্য বীমা করতে পারবেন। এই বীমার জন্য প্রীমিয়াম কম খুবই কম রাখা হয়েছে যার ফলে সকল কৃষক এই বীমা করতে পারেন।

কেন্দ্র সরকার দ্বারা প্রতিটি কৃষকের কাছে প্রধানমন্ত্রী ফসল বীমা পৌঁছানোর জন্য এই প্রচেষ্টা

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উদ্দেশ্য:

♦ প্রাকৃতিক দুর্যোগ, পোকা বা রোগের জন্য যদি ফসলের ক্ষতি হয় তাহলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্গত বীমা কাভার ও আর্থিক সহযোগিতা প্রদান করা।

♦  কৃষদের কৃষিকাজে মন লাগানোর জন্য স্থায়ী ইনকাম এবং কৃষি সাহায্য করা।

♦  কৃষকদের আধুনিক মেশিনপত্রের এবং আধুনিক কৃষিকাজ করার পদ্ধিতি দেখানো এবং এই সব বিষয়ে সজাগ করা।

♦  কৃষি ক্ষেত্রে লোনের সুবিধা প্রদান করা।

♦ কৃষকদের সুবিধার জন্য অনলাইন এবং অফলাইন দুই ভাবে আবেদন ব্যবস্থা করা হয়েছে।

কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য :

⦿ কৃষকের ফটো

⦿ কৃষকের আইডি কার্ড যেমন, প্যানকার্ড, আধারকার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট।

⦿ কৃষকের ঠিকানার আইডি যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট।

⦿ যদি কৃষি জমি নিজের হয় তাহলে জমির কাগজ।

⦿ যদি জমিতে ফসল বুয়া হয়ে থাকে তাহলে তার প্রমান দিতে হবে।

⦿ যদি ফসলের জমি ভাঁড়াতে নেওয়া থাকে তাহলে জমি মালিকের সাথে করা এগ্রিমেন্ট লাগবে। এই এগ্রিমেন্টে জমির তথ্য ভালো ভাবে লেখা হওয়া জরুরি।

⦿ ফসলের ক্ষতি হয়ে যাওয়ার দরুন ব্যাংকের খাতায় সরাসরি টাকা পাবার জন্য কেন্সিল চেক দিতে হবে।

মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা জেনে নিন সমস্ত কিছু
মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন কিভাবে করবেন :

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে আবেদন দুই ধরণে হয়ে থাকে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে। দুটি আবেদনেই আপনাকে একটি ফর্ম ভরতে হবে।

অনলাইনে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নিজস্য ওয়েবসাইটে ফর্ম ভরতে পারবেন।

অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেখে নিন →

অফলাইন আবেদন : যদি আপনি অফলাইনে ফর্ম ভরতে চান তাহলে আপনার কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ফর্ম চাইতে পারেন এবং এই ফর্ম ভোরে ওখানেই জমা দিতে পারেন।

মনে রাখবেন ওই ব্যাংকে আপনার খাতা থাকা জরুরি কারণ বীমার টাকা সরাসরি ব্যাংকের খাতায় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিশেষ তথ্য:

এই যোজনার অন্তর্গত প্রিমিয়ামের হার কম রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্গত কত শতাংশ প্রিমিয়াম দিতে হবে জেনে নিন।

নাম্বার ফসল প্রিমিয়ামের হার
খরিফ ফসল ২.০%
রবি ফসল ১.৫%
বার্ষিক বাণিজ্যিক এবং বাগানজাতীয় ফসল ৫%

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সমন্ধে যদি কোনো সমস্যা থাকে বা কিছু জিজ্ঞেসা থাকে তার জন্য বিশেষ হেল্পলাইন দেওয়া হয়েছে।

নাম্বার : 011-23382012 / 2715/2709
সময় : সোমবার থেকে শুক্রুবার, 10am – 6pm
নাম্বার :  011-23381092
সময় : সোমবার থেকে শুক্রুবার, 10am – 6pm
ইমেল : help.agri-insurance@gov.in

মোদী সরকারের নতুন যোজনা, রাজ্য সরকারের নতুন যোজনা, নতুন ব্যবসা ও কাজের তথ্য এবং এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top