সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিভাবে? কোথায় করবেন?

How to File a Cyber Crime Complaint in Bengali: সাইবার ক্রাইম কি? কি কি ধরনের অপরাধ হয়ে থাকে সাইবার ক্রাইম অনুসারে | আসুন জেনে নিন যে কোন সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিভাবে? আর এই অভিযোগ কোথায় করবেন?

আজকের বর্তমান দিনে সাইবার ক্রাইম এর ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন বিষয়। যেখানে ইন্টারনেট এর বেড়াজালে অনেকেই জড়িয়ে পড়েছেন। আর তার সাথে সাথে অনেক সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের জীবনে। কিন্তু এই সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য আপনাকে বেশ কিছু সাবধানতা এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমীক্ষা অনুসারে 2011, 2012, 2013 এবং 2014 অনুসারে সাইবার ক্রাইম সম্বন্ধিত অভিযোগ দায়ের করার সংখ্যা 13300, 122, 607, 1780 আর 62189 বর্তমানে ভারতীয় সাইবারক্রাইম প্রায় 1,49,254 পর্যন্ত এবং 2015 সাল পর্যন্ত এটা বেড়ে গিয়ে 3 লাখ পর্যন্ত পৌঁছেছে।

সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিভাবে? কোথায় করবেন?
সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিভাবে? কোথায় করবেন?

সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য আপনাকে বেশ কিছু বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে, তার সাথে সাথে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি নিচে দেয়া হল :-

১) প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যে যখন আপনি অভিযোগ দায়ের করবেন তখন আপনাকে সাইবার ক্রাইম পরীক্ষা কক্ষ এর সম্বন্ধে একটি আবেদনপত্র, সাথে নাম, ডাক, ঠিকানা এবং টেলিফোন নাম্বার প্রদান করতে হবে।

২) প্রায় সমস্ত পুলিশ মামলার সাথে সাথে অভিযোগ কারীকে অভিযোগ দায়ের করার সময় নিম্নলিখিত এই সমস্ত কাগজ পত্র অথবা ডকুমেন্টস দিতে হবে এবং সেগুলি বৈধ ডকুমেন্টস অথবা কাগজপত্র হতে হবে :-

সার্ভার এর হ্যাকিং এর মামলাতে: 

সার্ভার লংস পীড়িত ব্যক্তির ওয়েবসাইট সম্পূর্ণ রূপে খারাপ করে দেওয়া। যদি পীড়িত ব্যক্তির সার্ভার অথবা কম্পিউটার অথবা কোন অন্য নেটওয়ার্ক উপকরণ এর ওপর ডেটা কম্প্রোমাইজ করা হয়ে থাকে।

সেখানে প্রতিলিপির সাথে সাথে হার্ডকপি, ওয়েব পেজ এর প্রতি ডেটা নেয়া হয়ে থাকে। পীড়িত ব্যক্তির কম্পিউটার অথবা ই-মেইল পর্যন্ত কতদূর পর্যন্ত চেনা জানা রয়েছে।

যদি কোন ব্যক্তির উপর তৃতীয় ব্যক্তির সন্দেহ প্রকাশ হয়ে থাকে। এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে আপনি আগে এগোতে পারেন যেমন ধরুন:-

  • আপস কি ? কে করতে পারে ?
  • সিস্টেম কম্প্রোমাইজ কবে করা হয়েছিল ?
  • সিস্টেম কম্প্রোমাইজ কেন হতে পারে ?
  • ইমেইল এর প্রভাব নেটওয়ার্কের লক্ষ্য প্রণালী কতদূর পর্যন্ত পৌঁছেছে।

ইমেইল থেকে কতটা সিস্টেম কম্প্রোমাইজ করা হয়েছে। ই-মেইল দুর উপযোগ, অশ্লীল ই-মেইল ইত্যাদি মামলাতে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে :-

  • অপমানজনক ই-মেইল এর বিস্তারিত প্রতিলিপি এবং
  • অপমানজনক ই-মেইল থেকে।

সাইবার ক্রাইম যে কোন ব্যক্তির সাথে হতে পারে। তাই বিভিন্ন আলাদা আলাদা রাজ্যের সাইবার সেল এর জন্য যোগাযোগ করতে পারেন যে ঠিকানা গুলিতে:-

সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন যেকোন জনসাধারণ ব্যাক্তি। তাই আলাদা আলাদা রাজ্যে বসবাসকারী জনগণ তাদের সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন যে সমস্ত ঠিকানায়, সেগুলি হল:-

আসাম সাইবার সেল

  • সি আই ডি হেডকোয়াটার, ডি ই এস পি
  • আসাম পুলিশ
  • যোগাযোগের বিবরণ:
  • ফোন নাম্বার: 91 361 252 618
  • ই-মেইল:  [email protected]

চেন্নাই সাইবার সেল

তামিলনাড়ু সাইবার সেল

  • ঠিকানা: এ বিং তিন তলা, রাজাজি ভবন,  চেন্নাই- 6000 90
  • ফোন নাম্বার: 044 2446 1959 অথবা 2446 8889 বা 244 63 888
  • ইমেইল এড্রেস: [email protected] in

ব্যাঙ্গালোর সাইবার সেল

  • ঠিকানা: সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সিওডি হেডকোয়ার্টার, কারলটন হাউস, প্যালেস রোড, ব্যাঙ্গালোর- 560001
  • যোগাযোগের অথবা ফোন নাম্বার: +91 80 22 2010 26 অথবা +91802 294 3050 9180 22387 611 (Fax)
  • ইমেইল এড্রেস: [email protected], [email protected]

হায়দ্রাবাদ সাইবার সেল

  • ঠিকানা: সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, অপরাধ পরীক্ষা নিরীক্ষা বিভাগ, তৃতীয় তলা, ডি জি পি কার্যালয়, কাঠেরপুল, হায়দ্রাবাদ- 500004
  • ফোন নাম্বার: +91 4023 2406 63,  +9140 2785 2274, 9040 27 85 2040, 1940 23 29 7474 (ফ্যাক্স)
  • ওয়েবসাইট: https://www.cidap.gov.in/cybercrimes.aspx
  • ইমেইল এড্রেস: [email protected], [email protected]  [email protected]

দিল্লি সাইবার সেল

  • সিবিআই সাইবারক্রাইম সেল, পুলিশ অধীক্ষক সাইবার ক্রাইম পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় পরীক্ষা ব্যুরো 5 তলা, ব্লক নাম্বার 3, সি জি ও কম্প্লেক্স, লরি রোড, নতুন দিল্লি 3,
  • ফোন নাম্বার: +9111 4362 2013, 01 12685 1998
  • ওয়েবসাইট: https://cbi.nic.in/
  • ইমেইল এড্রেস: [email protected][email protected]

গুজরাত সাইবার সেল

  • ডি আই জি, সি আই ডি অপরাধ আর রেলওয়ে পাঁচতলা পুলিশ ভবন, সেক্টর 18, গান্ধীনগর- 38 2018
  • ফোন নাম্বার: +91 79 23 25 4384, +91 7923 25 3917 (ফ্যাক্স)

ঝাড়খন্ড সাইবার সেল

  • আই জি, সি আই ডি, সংঘটিত অপরাধ রাজ ড্রানি বিল্ডিং, দরণ্ডা, রাঁচি- 834002
  • ফোন নাম্বার: +916512400737 / 738
  • ইমেইল এড্রেস: [email protected]

মুম্বাই সাইবার সেল

  • ঠিকানা: সাইবার ক্রাইম পরীক্ষা কেন্দ্র, পুলিশ কার্যালয়, এন এক্স 3 বিল্ডিং, একতলা মুম্বাই- 01
  • ফোন নাম্বার: +912222630829, +912222641261
  • ওয়েবসাইট: https://www.cybercellmumbai.com
  • ইমেইল এড্রেস: [email protected]

হরিয়ানা সাইবার সেল

  • সাইবার ক্রাইম এবং টেকনিক পরীক্ষা কেন্দ্র, ওল্ড এস পি অফিস কমপ্লেক্স, সিভিল লাইনস গুরগাঁও,
  • ইমেইল এড্রেস: [email protected]

হিমাচল প্রদেশ সাইবার সেল

  • সি আই ডি কার্যালয়, ডি ওয়াই এস পি হিমাচল প্রদেশ,
  • ফোন নাম্বার: +919418039449
  • ইমেইল এড্রেস: [email protected]

কেরালা সাইবার সেল

  • হাইটেক সেল, পুলিশ হেডকোয়ার্টার তিরুবনন্তপুরম,
  • ফোন নাম্বার: +914712721547, +91471272 2768
  • ইমেইল এড্রেস: [email protected]

মেঘালয় সাইবার সেল

  • এস সি আর বি পুলিশ হেডকোয়ার্টার, মেঘালয়,
  • ফোন নাম্বার: +919863064997
  • ইমেইল এড্রেস: [email protected]

বিহার সাইবার সেল

  • সাইবার ক্রাইম পরীক্ষা কেন্দ্র, ডি এস পি, কোতোয়ালি পুলিশ স্টেশন, পাটনা,
  • ফোন নাম্বার: +919431818398
  • ইমেইল এড্রেস: [email protected]

ওড়িশা সাইবার সেল

  • সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সি আই ডি অপরাধ শাখা, ওড়িশা, কটক- 753001
  • ফোন নাম্বার: 6712305485
  • ইমেইল এড্রেস: [email protected] 

পাঞ্জাব সাইবার সেল

  • সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, ডি এস পি সাইবার ক্রাইম S.A.S. নগর, পাটিয়ালা, পাঞ্জাব,
  • ফোন নাম্বার: +911722748100

পশ্চিমবঙ্গ সাইবার সেল

  • সি আই ডি সাইবার ক্রাইম, পশ্চিমবঙ্গ,
  • ফোন নাম্বার: +913324506163
  • ইমেইল এড্রেস: [email protected]

উত্তর প্রদেশ সাইবার সেল

  • সাইবার অভিযোগ নিবারণ পক্ষ, অধিকারী সাইবার সেল, আগ্রা, আগ্রা রেঞ্জ 7, কাছারি রোড, বালিগঞ্জ, আগ্রা- 232001 উত্তর প্রদেশ,
  • ফোন নাম্বার: +91940837559
  • ইমেইল এড্রেস: [email protected]

উত্তরাখণ্ড সাইবার সেল

  • কার্য বল কার্যালয় উপ নিরিক্ষণ, দেহরাদুন,
  • ফোন নাম্বার: +911352640982, +9194 12370272
  • ইমেইল এড্রেস: [email protected] 

উপরে দেওয়া এই সমস্ত ঠিকানাতে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি যে রাজ্যের বাসিন্দা হয়ে থাকবেন সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য এই ঠিকানা, ওয়েবসাইট, ই-মেইল এড্রেস এবং ফোন নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

তাছাড়া এখন ডিজিটাল যুগ, সে ক্ষেত্রে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এবং ফোন করে আপনার অভিযোগ দায়ের করতে পারেন। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ঠিকানা ও ওয়েবসাইট এবং ইমেইল এড্রেস এর মধ্যে দিয়ে।

তাহলে জানা হয়ে গেল, কিভাবে আপনি সাইবার ক্রাইম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন, তার জন্য যোগাযোগ ব্যবস্থা ও রয়েছে খুবই ভালভাবে, যা আপনার জন্য অনেকটাই সহযোগিতা করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top