স্বাস্থ্য সাথী ফর্ম 2023: অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি (Form A, B, C & D)

WB Swasthya Sathi Forms Download 2023 Online – SSC (স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড 2023), স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড করার পদ্ধতি কি? কিভাবে স্বাস্থ্য সাথী ফর্ম কিভাবে ডাউনলোড করবেন? স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড করার প্রক্রিয়া কি? এবং এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আরও তথ্য এখানে দেখুন।

স্বাস্থ্য সাথী কার্ড ইতিমধ্যে অনেকেরই হয়ে গিয়েছে, আবার অনেকেই এ স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা ভোগ করতে পারছেন। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে গিয়েছে। কেন না এক একটি পরিবারের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, এক একটি পরিবারে খুশির জোয়ার নিয়ে এসেছে।

Swasthya Sathi Forms Download - (স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড
Swasthya Sathi Forms Download – স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অনেকেই আবেদন করেছেন, আবার অনেকেই ফরম ফিলাপ এখনো পর্যন্ত করেননি। তাদের জন্য আজকের এই আর্টিকেলটিতে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ফরম এ, বি, সি এবং ডি (A, B, C & D) কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে আলোচনা করা হলো।

স্বাস্থ্য সাথী প্রকল্প:

১) প্রকল্পের নাম: স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড ফর্ম অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিম 2023।

২) Concerned Department:  West Bengal Welfare Department

৩) Objective: রাজ্য বাসীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা।

৪) Beneficiary: পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তাদের জন্য।

৫) অ্যাপ্লিকেশন প্রসেস অথবা আবেদন পদ্ধতি: অনলাইন / অফলাইন।

৬) যোগাযোগ নাম্বার: 1800-345-5384 (Toll-Free)

৭) স্বাস্থ্যসাথী অফিশিয়াল ওয়েবসাইট: https://swasthyasathi.gov.in/

৮) Post – Category: State Govt Health Scheme

এবার জানা যাক, স্বাস্থ্য সাথী প্রকল্পের সমস্ত রকম ফরম (Form A, B, C & D) কিভাবে ডাউনলোড করবেন:

স্বাস্থ্য সাথী Form – A ডাউনলোড ও জমা দেওয়ার পদ্ধতি:

Step 1. সবার প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://swasthyasathi.gov.in/

Step 2. এরপর মেনু অপশন এ গিয়ে ফর্ম এ (Form A) সিলেক্ট করুন, এরপর ডাউনলোড অপশন থেকে ফর্ম ডাউনলোড করুন।

Step 3. ডাউনলোড করার পর প্রিন্ট আউট এর মাধ্যমে বের করে নিন, এর পরে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে ফরম ফিলাপ করুন, যেমন ধরুন বেনিফিশিয়ারি নেম অথবা আবেদনকারীর নাম, ঠিকানা, ইউ আর এন নাম্বার (URN) ইত্যাদি দিয়ে ফিলাপ করুন।

Step 4. এরপর যে সমস্ত সদস্যদের নাম যুক্ত করবেন তাদের নাম গুলো লিখুন অথবা যুক্ত করুন।

Step 5. এরপর সম্পূর্ণরূপে যখন স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করা হয়ে যাবে তারপর দুয়ারের সরকার ক্যাম্প যখন হবে তখন সেখানে এই ফরম জমা দিয়ে দিন।

Download Form-A PDFDownload

স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম বি (Form – B) ডাউনলোড ও জমা দেওয়ার পদ্ধতি:

Step 1. সবার প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, https://swasthyasathi.gov.in/

Step 2. এরপর যে পেজ ওপেন হবে সেখানে মেনু অপশন এ গিয়ে ফরম্ বি (Form – B) সিলেক্ট করুন, এরপর ডাউনলোড অপশন থেকে সেই ফরম ডাউনলোড করুন।

Step 3. প্রিন্ট আউট করে বের করে নিন, এরপর ফিলাপ করুন। যেমন ধরুন আবেদনকারীর নাম, ঠিকানা, কাস্ট এবং আরো অন্যান্য ডিটেইলস দিয়ে স্বাস্থ্য সাথী ফর্ম বি ফিলাপ করতে হবে।

Step 4. তারপর কতগুলো সদস্য আছে অথবা বেনিফিশিয়ারি ডিটেইলস দিয়ে ফরম ফিলাপ করতে হবে।

Step 5. ভালোভাবে ফিলাপ করা হয়ে গেলে আপনার কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প যখন আবার শুরু হবে, তখন এই ডাউনলোড করা স্বাস্থ্য সাথী ফর্ম বি এবং সম্পূর্ণরূপে ফিলাপ করা ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।

Download Form-B PDFDownload

স্বাস্থ্য সাথী কার্ড ফর্ম সি (Form – C) ডাউনলোড ও জমা দেওয়ার পদ্ধতি:

স্বাস্থ্য সাথী ফর্ম সি হল এমন একটি ফর্ম যা কিনা আপনার কোন কিছু ভুল ত্রুটি সংশোধন করার জন্য দেওয়া হয়েছে।

Step 1. সবার প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://swasthyasathi.gov.in/

Step 2. এরপর যে পেজ ওপেন হবে সেখানে ফর্ম সি (Form – C) সিলেক্ট করুন, এরপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন, তারপর প্রিন্ট আউট করে সেই ফরম বের করুন।

Step 3. এরপর আবেদনকারীর ঠিকানা, বেনিফিশিয়ারি নেম, ইউ আর এন নাম্বার ইত্যাদি দিয়ে ফরম ফিলাপ করুন।

Step 4.  যে নাম আপনি ঠিক করতে চাইছেন সেটা এন্টার করুন। এছাড়া আরো ভুল সংশোধন যা কিছু করার আছে সেগুলো ঠিক করে নিন।

Step 5. তারপর সব কিছু চেক করে নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে দিন।

Download Form-C PDFDownload

স্বাস্থ্য সাথী ফর্ম ডি (Form – D) ডাউনলোড ও জমা দেওয়ার পদ্ধতি:

Step 1. সবার প্রথমে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://swasthyasathi.gov.in/

Step 2. এরপর যে পেজ ওপেন হবে সেখানে মেনু অপশন থেকে ফরম ডি (Form – D) সিলেক্ট করুন। তারপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন, এর পরে প্রিন্ট আউট এর অপশন থেকে প্রিন্ট আউট করে বের করে নিন।

Step 3. তারপর সমস্ত রকম ডকুমেন্টস যেমন ধরুন, আবেদনকারীর ঠিকানা, বেনিফিসারী নেম, ইউ আর এন নাম্বার এবং আরো অন্যান্য ডকুমেন্ট যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করুন।

Step 4. তাছাড়া যে নাম অথবা সদস্যের নাম স্বাস্থ্য সাথী কার্ড থেকে বাদ দিতে চাইছেন সেটি লিখুন।

Step 5. সবকিছু ঠিকঠাক ফিলাপ করা হয়ে গেলে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে দিন।

Download Form-D PDFDownload

স্বাস্থ্য সাথী ফর্ম পি ডি এফ (PDF) এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • আবেদনকারীর নাম
  • আবেদনকারীর বাবার নাম
  • সম্পূর্ণ ঠিকানা
  • RSBY URN  (যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তবুও কিন্তু অসুবিধা নেই)
  • আধার কার্ড নাম্বার
  • আবেদনকারীর মোবাইল নাম্বার
  • পরিবারের কতজন রয়েছে তাদের নাম বয়স এবং সম্পর্ক
  • রেশন কার্ড নাম্বার এবং
  • আরো অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

স্বাস্থ্যসাথী হাসপাতাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া

স্বাস্থ্য সাথী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন চেক করার পদ্ধতি

স্বাস্থ্য সাথী কার্ড কি? এর সুবিধা ও যোগ্যতা

স্বাস্থ্য সাথী কার্ড পেতে গেলে আবেদনকারীর যোগ্যতা:

যদিও পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বাসিন্দা এবং সমস্ত পরিবারই স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা ভোগ করতে পারবেন, তবুও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, এই স্বাস্থ্য সাথী কার্ড পাওয়ার জন্য।

১) স্বাস্থ্য সাথী কার্ড পেতে গেলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীর পরিবারের প্রধান মহিলা হিসেবে যিনি রয়েছেন তিনি কিন্তু এই কার্ড হোল্ডার হিসেবে পরিচিতি পাবেন। তবে পরিবারের সবার জন্য এই কার্ডের ব্যবহার করা যাবে যাদের নাম এই কার্ডে অন্তর্ভুক্ত করা হবে।

৩) তাছাড়া অন্য কোনো রকম সরকারি হেলথ স্কিম এর সুবিধা যদি আগে থেকে করা থাকে বা পেয়ে থাকলে স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর জন্য আবেদন করতে পারবেন না।

এইভাবে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য সমস্ত রকম ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট এর মাধ্যমে বার করতে পারবেন এবং সেটি প্রয়োজন অনুসারে  ফিলাপ করে দুয়ারের সরকার ক্যাম্পে জমা দিতে পারবেন অনায়াসেই। এর ফলে স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কিত সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যাবে।

HomeClick here
Official WebsiteClick here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top