শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা 2023 | Saraswati Puja Bengali Status 2023

শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Saraswati Puja Bengali Status 2023 – Saraswati Puja Bengali Status & Shayari | শুভ সরস্বতী পূজার মেসেজ ও কবিতা | বাংলা শুভ সরস্বতী পূজার স্ট্যাটাস

Saraswati Puja Bengali Status 2023: আরো অন্যান্য খুশির উৎসবের পাশাপাশি আরো একটি জনপ্রিয় উৎসব হলো সরস্বতী পূজা। যা অন্যান্য উৎসবের মতোই খুবই আনন্দময় একটি উৎসব। তবে সবথেকে বড় বিষয় হলো সরস্বতী পূজা করা হয় বিদ্যা, বুদ্ধি ও সিদ্ধির জন্য। সরস্বতী পূজা সবার জীবনে আনন্দ আর সুখ বয়ে নিয়ে আসে। বসন্ত পঞ্চমীতে এই পূজা সম্পন্ন হয়, সরস্বতী পূজা আমাদের সকলের কাছে একটি খুবই প্রিয় একটি উৎসব।

সরস্বতী পূজার দিনে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা দেবী সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন, তেমনি অন্যদিকে ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েরা দেবীর সামনে হাতে খড়ি দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে শিক্ষার জগতে পা রাখে। শুরু হয় তাদের জীবনে নতুন সূচনা।

এছাড়া এই দিনটি বন্ধু-বান্ধব দের সাথে খুবই হই-হুল্লোর, আড্ডা দিয়ে কাটানো হয়, ঘুরতে যাওয়া হয় বিশেষ কোনো জায়গায়। এই বিশেষ দিন উপলক্ষে আমরা আমাদের প্রিয়জন, বন্ধু-বান্ধব ও পরিবারে আরো অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়ে থাকি।

সরস্বতী পূজা মানেই হলো দেবীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে, শিশুদের হাতে খড়ি, নতুন জামা কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া। এর সঙ্গে শুরু হয় একে অপরকে শুভকামনা ও ভালবাসার ভরা সরস্বতী পূজার শুভেচ্ছা জানানো।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি পাঠিয়ে আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের এই সরস্বতী পূজার শুভকামনা জানাতে পারেন: 

সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023:

বসন্ত পঞ্চমী উপলক্ষে,
দেবী সরস্বতীর কৃপা পড়ুক,
তোমার এবং তোমার পরিবারের,
সকল সদস্যের উপর।
বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠুক,
তোমার পরিবার, এই কামনাই করি।
আমার তরফ থেকে রইল সরস্বতী পূজার,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

সরস্বতী বিদ্যার দেবী, কলম নিলাম হাতে,
চলি যেন সারা জীবন মা গো তোমার সাথে।
বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনে ও প্রাণে,
তোমার কৃপায় ধন্য হয় সব এই ধরণী জানে।
বিদ্যা আর বুদ্ধি দিয়ে পার করো এই সংকট,
মনের জোরে কাটাতে পারি যেন জীবনের সব বিপদ।
শুভ সরস্বতী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

মাগো তুমি বিদ্যা ও জ্ঞানের দেবী,
মা করুক তোমার মঙ্গল,
বিদ্যা আর বুদ্ধিতে হও জ্ঞানী,
জীবনে কেটে যাক সব অমঙ্গল।
তোমার মাথার পরে থাকুক সর্বদা মায়ের হাতখানি,
নতুন প্রভাত আনো তুমি কাটিয়ে অন্ধকার রজনী।
শুভ সরস্বতী পূজা

 

সরস্বতী পূজা উপলক্ষে,
আমি জানাই তোমায় শুভেচ্ছা,
মায়ের কাছে জানাও,
তোমার আছে যত মনের ইচ্ছা।
পূর্ণ হোক তাড়াতাড়ি স্বপ্নগুলো তোমার,
মায়ের কাছে প্রার্থনাতে এই ইচ্ছা আমার।
শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা ও শুভকামনা।

 

সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে,
সকলকে জানাই আমার তরফ থেকে,
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা,
প্রার্থনা করি মা সরস্বতীর আশীর্বাদে,
সবার জীবন জ্ঞান ও সমৃদ্ধি তে ভরে উঠুক।
শুভ সরস্বতী পূজা।

 

সরস্বতী পূজার এই পবিত্র দিনে,
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে ভালোবাসার সাথে,
আজকের এই খুশির দিনটি কাটাই।
শুভ সরস্বতী পূজা

 

প্রার্থনা করি সরস্বতী পূজার,
এই শুভ মুহূর্তে তোমার মনের,
সকল আশা পূর্ণ হোক,
সরস্বতী মায়ের আশীর্বাদে,
তুমি জীবনের সফল হয়ে ওঠো,
এই কামনা নিয়েই তোমাকে সরস্বতী পূজার,
শুভেচ্ছা ও শুভকামনা কামনা জানালাম।

 

বসন্ত পঞ্চমীতে আপনার ও আপনার,
পরিবারের সকলের জন্য রইল,
সরস্বতী পূজার অনেক অনেক,
শুভেচ্ছা সহ অনেকখানি,
ভালোবাসা ও শুভকামনা।
শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা গ্রহন করবেন।

 

আজকের এই শুভ দিনে,
সকল ছাত্র-ছাত্রী মেতে উঠুক,
বিনা পানির আরাধনায়,
সকলকে জানাই সরস্বতী পূজার,
শুভেচ্ছা ও ভালোবাসা,
বৃদ্ধি পাক বুদ্ধি ও জ্ঞান,
মায়ের চরণে সবাই জানাই প্রণাম।
শুভ সরস্বতী পূজা।

 

পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা,
পূজো মানে হারিয়ে যাওয়া ছোট্টবেলার খেলা।
পুজো মানে আবার সবাই ফিরে ফিরে আসা,
পুজো মানে নতুন করে আবার ভালোবাসা,
আছে যত দুঃখ কষ্ট সবকিছু ভুলে,
মাথা নত করি চলো বীণাপানির কোলে।
শুভ সরস্বতী পূজা

 

এই সরস্বতী পূজায় মা সরস্বতীর,
আশীর্বাদ সর্বদাই তোমার উপরে থাকুক,
তোমার জীবন সুখ, শান্তি এবং,
আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক জ্ঞান,
অভিজ্ঞতা ও বিদ্যা বুদ্ধিতে আরো বেশি,
পরিপূর্ণ হয়ে ওঠো তুমি।
শুভ সরস্বতী পূজা।

 

বসন্ত পঞ্চমীর এই শুভ উৎসবে,
আপনার কাছে জ্ঞানের সম্পদ বয়ে আসুক,
ধনী হয়ে উঠুন জ্ঞান বুদ্ধি ও ধন সম্পদে।
শুভ বসন্ত পঞ্চমী

 

সকলকে জানাই শুভ সরস্বতী পূজার,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রার্থনা করি শিক্ষার আলো,
ছুয়ে যাক সকলের মন ও প্রাণ।
বিকশিত হোক আত্মা, হোক সকলের কল্যাণ।
শুভ সরস্বতী পূজা

 

বীণাপাণির অফুরন্ত জ্ঞান ও বিদ্যা,
সর্বদাই বর্ষিত হোক তোমার উপর,
তুমি ও তোমার পরিবার আনন্দের সাথে,
আজকের এই দিনটি উদযাপন করো,
খুশিতে কাটুক তোমার সরস্বতী পূজা।
শুভ সরস্বতী পূজা।

 

দুঃখ গুলো ভুলে গিয়ে মেতে ওঠো আনন্দে,
মন তুমি ভরিয়ে নাও ধূপ ধুনার গন্ধে।
অঞ্জলিতে জানাও তুমি মনের যত ইচ্ছা,
তোমাকে পাঠালাম আমি,
শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা।

 

কুল পেকেছে গাছের ডালে অনেকদিন আগে,
মাগো তোমায় না দিয়ে খেতে পারব না যে।
টক, মিষ্টি, চটপটা ওই কুল পেয়েও হাতে,
মন ভরে নি যতক্ষণ না দিচ্ছি তোমার পাতে।
ভক্তি আর শ্রদ্ধাতে মা নাও মোর অঞ্জলি,
জ্ঞান বুদ্ধিতে ভরিয়ে দাও মনের অলি গলি।
শুভ সরস্বতী পূজা

 

জ্ঞানের আলোয় উঠুক সেজে এই যে পৃথিবী,
আনন্দের সাথে কাটাও তুমি আজকের দিনটি।
বীণাপাণির আশীর্বাদ থাকুক তোমার উপর,
ভক্তিভাবে তোমার মন পরিপূর্ণ হোক।
শুভ সরস্বতী পূজা

 

অনলাইন ক্লাস জীবনটাকে,
অনেকখানি পরিবর্তন করেছে,
তাই ভাবছি সরস্বতী মায়ের পায়ের কাছে,
বই আর কলমের পরিবর্তে মোবাইল আর,
অনলাইন ক্লাসের PDF file গুলো দিলে কেমন হয় !
কেননা বই, খাতা আর কলম সবই এখন অতীত,
মা নিশ্চয়ই এই আপডেট এর কথাটা জানেন,
তাই না ! শুভ সরস্বতী পূজা

 

মায়ের কাছে প্রার্থনা করি,
তার কৃপায় তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাক,
আর শুভ চিন্তার বিকাশ ঘটুক,
সকলের ভালো করো আর জীবনে,
অনেকখানি উন্নতি করো।
শুভ সরস্বতী পূজা।

 

শীতের সকাল শিশির ভেজা ঘাসে,
সূর্য কিরণ লেগে রোদ যেন হাসে।
বিদ্যাবুদ্ধি জ্ঞানের বর চাই মা তোমার কাছে,
অমঙ্গল যেন না আসে আমার পিছে পিছে।
শুভ সরস্বতী পূজা

 

জীবনের প্রতিটি পরীক্ষায়,
উত্তীর্ণ করে দাও তুমি,
দুই হাত পেতে তোমার আশীর্বাদ প্রার্থনায় আমি।
সবার করো বুদ্ধিমান বাড়িয়ে দাও সম্মান,
সবার ঝুলিতে ভরিয়ে দাও সুখ, সমৃদ্ধি ও জ্ঞান।
শুভ সরস্বতী পূজা

 

সরস্বতী পূজার এই শুভ তিথিতে সকলকে পাঠাতে পারেন এই সমস্ত শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি, যেগুলি পেয়ে তারা খুশি তো হবেই, তার সাথে সাথে আপনার সাথে এই উৎসবের আনন্দ অনেক খানি ভাগ করে নেবেন। আনন্দে কাটুক আপনার সরস্বতী পূজা। জীবন ভরে উঠুক জ্ঞান-বুদ্ধি ও বিদ্যায়। তার সাথে জীবনে আসুক সফলতা, সকলকে জানাই শুভ স্বরসতী পূজার শুভেচ্ছা ও শুভকামনা।

সকল প্রিয় পাঠকদের জানাই “শুভ জগদ্ধাত্রী পূজা

শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Saraswati Puja Quotes, Wishes And Messages In Bengali, শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Saraswati Puja Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top