প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন 2023: নিজের নাম আছে কি না অনলাইন দেখে নিন

আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana Gramin) নামের লিস্ট অনলাইন দেখতে চান ? অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবাস যোজনার মধ্যে আপনার নাম আছে কি নেই এবং আপনার একালার মধ্যে কার কার নাম আছে দেখে নিতে চান?  তও বিনা কিছু তথ্য ছাড়াই শুধু আপনার নাম দিয়ে, তাহলে এই খবর টি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম আছে কি না অনলাইন দেখে নিন
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম আছে কি না অনলাইন দেখে নিন

যদি আপনার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-G) কোনো রেজিস্ট্রেশন নাম্বার না থাকে অথবা কোনো রশিদ বা কোনো রকম তথ্য না থাকে তাহলেই কি আবাস যোজনার লিস্ট দেখতে পাবেন?

হাঁ একদম পারবেন তাও না শুধু আপনার বরং আপনার এলাকার সবার লিস্ট দেখে নিতে পারবেন যে তাদের নাম আছে কি নেই।

তাহলে আসুন জেনে নিন কিভাবে দেখবে লিস্ট, এখানে আমরা ৩ টি স্টেপ দেখাবো যা অনুসরণ করে এই কাজ করে নিতে পারবেন।

১. আপনারা এই লিস্ট অনলাইনের মাধ্যমে মোবাইল হোক বা কম্পিউটার দুটোতেই দেখে নিতে পারবেন। এর জন্য সরকারের এই ওয়েবসাইটটি https://pmayg.nic.in/ খুলে নিতে হবে।

এখানে “Stakeholders” নাম একটি অপশন দেখতে পাবেন এখানে যাবার পর একটি লিস্ট দেখতে পাবেন। এখানে প্রথম লিংকে “IAY/PMAYG Beneficiary” তে ক্লিক করবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি

২. এখানে Search Beneficiary Details পেজ টি খুলে যাবে যেখানে তারা খুঁজতে পারবে যাদের কাছে “রেজিস্ট্রেশন নাম্বার” আছে যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার (Pradhan Mantri Awas Yojana Gramin Registration Number) থাকে তাহলে এখানে বক্সে “Registration Number” লিখে “Submit” করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

যদি আপনার কাছে এসব কিছু না থাকে তাহলে আপনি নিচে “Advance Search” বটনে ক্লিক করবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি

 

৩. এখানে Advance Search এর পেজ খুলে যাবে যেখানে নিজের রাজ্যের, জেলার, ব্লক, পঞ্চায়েতের নাম দিয়ে সমস্ত এলাকার লিস্ট দেখে নিতে পারেন।

অথবা নিজের রাজ্যের, জেলার, ব্লক, পঞ্চায়েতের সাথে নিচে নিজের নাম দিয়ে কেবল নিজের লিস্ট দেখে নিতে পারেন।

তার জন্য সবকিছু বক্সে সঠিক করে ভরে নিচে “Search” বটনে ক্লিক করতে হবে তাহলেই লিস্ট সামনে চলে আসবে। যদি লিস্টে নাম না থাকে তাহলে “No Record Found !” লেখা চলে আসবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনে নিজের নাম দেখার পদ্ধতি

উপরের মাত্র ৩টি স্টেপ অনুসরণ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের লিস্টে নিজের এবং নিজের এলাকার সমস্ত লিস্ট বাড়িতে বসে অনলাইনে দেখে নিতে পারবেন নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। তাহলে এখনই দেখে নিন আপনার নাম আছে কি না।

আশা করি আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং এই ধরণের আরো নতুন নতুন তথ্য পাবার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।নতুন নতুন আপডেট পাবার জন্য আমাদের Facebook Page লাইক ও ফলো করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top