নতুন বাংলা দুঃখের ছবি স্ট্যাটাস – 2023 New Bengali Sad Status

“কাউকে বেশি miss করো না” প্রেমে পড়ে যাবে —!
কাউকে কষ্ট দিয়ো না ” পরে নিজেই কষ্ট পাবে—-!
কাউকে ভালোবেস না” হারিয়ে যাবে —!
কাউকে পেয়ে ভুলে যেয়ো না” তা হলে সারাজীবন কষ্ট পাবে –“

“চোখের জলই হল সব থেকে মূল্যবান জল,, কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও
একমাত্র চোখের জলই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট…!!”

“ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক,,
এদের দুঃখ কেউ বুঝেনা..!!”

“বৃষ্টি রে তুই আসবি কবে…? আমায় একটু বল…!
তোর জন্য রেখেছি ধরে আমার চোখের জল…!
কাঁদবো আমি তখন,, তুই আসবি যখন…!
খুঁজবে না কেউ আর আমার কান্নার কারন…!!”

“তোমার চলে যাবারখুব বেশি কি তাড়া ছিল?
এতো তাড়াতাড়ি তবে কেন গেলে?
খুব বেশি কি তাড়া ছিল চলে যাবার,
খুব বেশি কি তাড়া ছিল ভুলে যাবার?”

“♣ এখন আর স্বপ্ন আঁকি না দুচোখের কোণে………
নেই কোন আশা আজ আমার পোড়া মনে……
♣ এখন আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে………
যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে…………
♣ আজ তার সবটুকুই যে মুছে গেছে……
তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে………
♣ কষ্টের মায়া জালে হৃদয়টা হয়”

“ভালোবাসার হাত বারালাম চেড়ে দিওনা.
আপন ভেবে মন দিলাম আগাত করোনা
চোখের পাতায় স্বপ্ন বুনলাম আর স্বপ্নের মাঝে
তোমায় রাখলাম ভুলে যেওনা.?”

“এমন কাও কে ভালবাসবে না, যে ‘ভালবাসা’ কি এটাই জানে না।
এমন কাও কে আপন করবে না, যে তোমাকে আপন করবে না।
বন্ধু বানাও তাকে, যে তোমাকে গুরুত্ত দিতে জানে।
ভালবাসার মানুষ/বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে,
তাকে দুরে রাখা ভাল।”

“ভুলবোনা কোনদিন আমি তোমাকে,
যত দুরে যাও তুমি ছেড়ে আমাকে,
সারা জীবন ধরে তোমায় করব আমি স্মরন,
তোমায় ভোলার আগে যেন হয় আমার মরন.”

“কেন আমি মনে কষ্ট পাব কেনই বা,
কাদবো,কারন আমি হারিয়েছি তাকেই যে আমাকে ভালবাসে না..
কিন্তু সে হারালো এমন এক জন কে যে তাকে তার জীবনের চেয়েও বেশি ভালবাসে.
আমাকে তুমি ভালবাস নি তাতে আমার কোন দুঃখ নেই.
আমার দুঃখ শুধু এতটুকই যে তুমি আমাকে বুঝলে না”

“দুই পাখির দুই মন “যদি হয় এক মন”
দুই মনের একটি আশা” এর নাম ভালবাসা”
ফুল ফুটে বাগানে” প্রেম হয় গোপনে”
বাড়ির পাশে প্রেম করলে সুখ নেই কার জীবনে.”

“ও “চাঁদ” তোমার মতো আমি ও একা।
তোমার চার পাছে যেমন “মেঘ” আছে,
তেমনি করে আমার চার পাছে আছে অজানা সব “কস্ট”,
আমি বুজিনা জীবনটা কেন এমন?”

“তুমি যদি না বুঝ। বুঝবে আমায় কে?
তুমি যদি পর ভাব,আপন ভাববে কে?
তুমি যদি কস্ট দাও,সুখ দিবে কে?
তুমি যদি ভুলে যাও।মনে রাখবে কে?”

“পথহারা পাখি কেঁদে ফিরি একা।
আমার জীবন শুধু আধারে লেখা।
বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে।
আশ্রয় চাহি হায় বলো কাহার কাছে?”

“নরম কাঁদা একবার পুরে যদি ইট হয়ে যায়,,
এরপর যতই পানি ঢালা হোক না কেন,,
তা আর গলেনা বরং ভারি ও শক্তিশালী হয়।
মানুষের মনও ঠিক এ রকম।
একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না….!!”

“আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি.
আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি।
আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ,
মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ ।”

“জীবনের প্র ম প্রেমের স্মৃতি, কোনদিন ভোলা যায় না.
দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোরা লাগে না.
যে ভালবাসে সে জানে তার মনের কি ব্যথা.
প্র লয়ংকারী ঝড়ে ভাঙে তার দেওয়া কথা.
তার দিকে নীরবতা কেন নেমে আসে,
সুখ দুরে গিয়ে কেন,দুঃখকে কেছে টানে.”

“কষ্ট নিয়ে জীবন শুরু কষ্ট নিয়ে শেষ,
কষ্ট কে ভালোবেসে কষ্টে আছি বেশ।
কষ্ট নিয়ে সুখি আমি কষ্ট নিয়ে দুঃখি,
কষ্ট গুলো বুকের মাঝে জমা করে রাখি।”

“লোহার মত; মনেও যদি একবার মরিচা এসে যায়,
তাহলে তা আর দূর করা যায় না ….
মরচের ভিতর থেকে যেমন লোহা বের করা ঠিক করা যায় না,
তেমনি মনকেও আর স্থির করা যায় না ….”

“কেন এসেছিলে মনের আঙিনায়?
কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়?
কেনই বা ভালবেসে ছিলে আমায়?
আর আজ কেনই বা হারিয়ে গেলে,
আমায় ফেলে দুর অজানায়….!”

রাজ্য হীন রাজা আমি, ঢেউ হীন নদী,
তাই তো একা বসে নীরবে আমি কাঁদি।
পথ হীন পথিক আমি, নৌকা হীন মাঝি,
কষ্টের পাহাড় বুকে নিয়ে সব সময় হাসি।”

“হয়তো সারা জীবন তোমাকে না দেখে,
তোমার সাথে কথা না বলে থাকতে পারবো,
কিন্তু তোমার কথা চিন্তা করি না,
এমন কোনো মুহূর্ত নাই…——— “

“হাতে একটা কাচেরগ্লাস নাও ।-নিয়েছি ।
কাচেরগ্লাসটি মাটিতে ছুড়ে মারো ।-হ্যাঁ মেরেছি ।
গ্লাসটি কি ভেংগেছে ?-হ্যাঁ ভেঙেছে ।
ভাঙা গ্লাসটিকে বল তুমি দুঃখিত ।-হ্যা বলেছি ।
গ্লাসটি কি আবার আগের অবস্থায় ফিরে গেছে ?-না।
কিছু কি বুঝতে পেরেছেন ?
মানুষের মনে কষ্টদিয়ে সরি বললেইকষ্ট চলে যায় না ।”

“এখন আর আমি একা নই__
তুমি চলে গেছো তাতে কি হয়েছে?
তোমার দেওয়া কষ্টগুলো,
এখন আমার ঘুম হীন রাতের সঙ্গী___”

“তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে,
আজ আমি আমার থেকে মুক্তি দিলাম,স্বপ্ন নিয়ে যাস.
অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা কাকে বলে?
ক্লান্ত হলে ফিরে আসিস, আমার চেনা ঘরে.
কখনো যদি চখের পাতা, ভিজে যায় জ্বলে,
বুজতে পারবি পাঁজর ভাঙ্গার, কষ্ট কাকে বলে..!!”

“কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,,
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।”

“পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয়,
আকাশ ততটা কাছে নয়।
ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয়,
আসলে সে কখনো ততটা আপন নয়।”

“কষ্ট দিচ্ছ, দিয়ে যাও। ঘৃণা করছো, করে যাও।
কিন্তু , মনে রেখো, জীবন টা ছোট নয়।
যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছো,
তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দিবে।”

“আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,
জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
চোখেরদেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।
ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,
তবু কেন তোমারতরে লাগে যে মায়া।
মনে ভাসে সারা লগন তোমারই ছবি,
তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই জলে আগুন পরবা”

“একলা আমি…বড় একলা সময়…
আধার যেনো এই মনের শহর বৃষ্টি ঝরে এই হৃদয় জুরে…
সারা রাত-সারা দিন আর প্রতিটি প্রহর…”

বন্ধুত্বের পরিমাপ এর একক হলো ” বিশ্বাস ” ….
একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে,
তাদের বন্ধুত্বের পাল্লা তত ভারী হবে.”

“কেউ চায় না কাউকে ভুলতে,
কিন্তু সময় ভুলিয়ে দেয়কেউ চায় না,
কাউকে হারাতে কিন্তু সময় ভাগ্যতাকে ছিনিয়ে নেয়,
এই হল বাস্তব পৃথিবীতে যা চাই তা পেতে পেতে হারাই”

“হারিয়ে যদি যাবি তুই কভুভালবাসার এই বাঁধন ছিড়ে,
আমার শুন্য মনের ঘরে বাসা বেঁধেকেন চলে গেলি আজ বহুদূরে।
সন্ধ্যার আকাশের তারা মতজ্বলে আবার নিভে গেলি তুই,
কাছে এসে, ভালবেসে কেন হয়ে ছিলে একে একে দুই।”

“ভালবাসা সবার জীবনেই আসে কেউ ধরে রাখতে পারে,
আবারকেউ হারিয়ে ফেলে, ধরে রাখে চোখের জলে…………..”

“যে মানুষ হাজার কষ্টের মাঝেও,
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসে,
সে তাকে কখনো ভুলতে পারে না”

আরও বাংলা কষ্টের শায়রি ও আবেগী কষ্টের স্ট্যাটাস নীচে পরবর্তী পেজে ক্লিক করে দেখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top