শুভ সিঁদুর খেলা 2023 শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Sindur Khela 2023 Bengali Status

Subho Sindur Khela Bengali Status (শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Sindur Khela Bengali Status & Shayari, Bengali Happy Sindur Khela Shayari Status, The latest Bangla Happy Sindur Khela Shayari, The most heart-touching Happy Sindur Khela Status in the Bengali language. Happy Sindur Khela Status Bangla Shayari with photos.

শরৎকালের হিমের পরশে বাঙালির সবথেকে কাছের এবং সব থেকে ভালোবাসার প্রিয় উৎসব হল দুর্গাপূজা, আর এই দুর্গাপূজার বিজয় দশমীর দিন সিঁদুর খেলা মানুষের মনে রং লাগিয়ে দিয়ে যায়। আর এই আনন্দের পর মুহুর্তে নেমে আসে বিষাদের মুহূর্ত, কেননা একটু পরেই দেবী যাবেন বিসর্জনে, আর তিনি আসবেন এক বছর পরে আর এই বিষয়টা কখনোই ভালো লাগার নয়, তাই না !

দেবীকে বিসর্জন দেওয়ার জন্য প্যান্ডেল থেকে বের করে নিয়ে আসা হয় বাইরে, সেখানে চলে মিষ্টিমুখ, সিঁদুর খেলা, ঢাকের তালে বিসর্জনের নাচ, এর পাশাপাশি সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা আদান প্রদান করা।

Subho Sindur Khela Bengali Status - শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
Subho Sindur Khela Bengali Status – শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

তবে বর্তমান যুগে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, facebook, whatsapp, instagram, twitter ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সকলে তার প্রিয়জন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব দের শুভেচ্ছা বার্তা জানিয়ে যেকোনো উৎসবের আনন্দ ভাগ করে নেন। সবার সাথে এই সিঁদুর খেলার শুভ মুহূর্তটাকে যদি ভাগাভাগি করে নিতে চান, তাহলে সকলকে সুন্দর সুন্দর সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।

শুভ কুমারী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু সুন্দর সুন্দর সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি আপনার শুভ বিজয়া দশমীকে অনেকখানি সুমধুর করে তুলবে:

সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

“ঢাকের উপর পড়লো কাঠি,
পূজো হলো জমজমাটি,
আজ যে মায়ের ফেরার পালা,
শুভেচ্ছা জানাই এই বেলা।
সিঁদুর গালে মেখে নিয়ে,
দেবী যাবেন সকলকে কাঁদিয়ে।
সিঁদুর খেলার শুভেচ্ছা ও ভালোবাসা।”

“স্বপ্নগুলো পূরণ হোক মায়ের আশীর্বাদে,
মা যে যাবেন বিদায় বেলায় মন যে সবার কাঁদে,
আসবেন তিনি এক বছর পর, ধৈর্য রাখ মনে,
সিঁদুরের এই রং লাগাও প্রাণে ও মনে।
সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সুখের স্মৃতি রেখো মনে মিশে থাকো আপন জনে,
মান-অভিমান সকল ভূলে আসার প্রদীপ রাখো জ্বেলে।
মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থাকো সুখে।
সিঁদুর রঙে রাঙিয়ে দাও সবার গাল ও সিঁথি,
তোমার জীবনে হোক শুভ পরিণতি।
শুভ সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

“দশমীর এই সন্ধ্যেবেলা শুরু হলো সিঁদুর খেলা,
মায়ের ঘরে ফেরার পালা,
চোখের জলে বিদায় বেলা,
মায়ের যাওয়ার সময় আসছে,
আসছে বছর আবার হবে,
সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা”

শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সিঁদুর খেলার এই শুভ মুহূর্তে,
সকলের জীবন সিঁদুর রঙে হয়ে রঙে উঠুক,
জীবনে লাগুক সুখের ছোঁয়া,
সফল হোক সমস্ত কাজ,
মেতে ওঠো সিঁদুর খেলায় বিজয়া দশমী যে আজ।
শুভ সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

“বাজে ঢোল বাজে ঢাক,
শুনে সবার লাগে তাক,
বিসর্জনের সবাই যাবে হাসি কান্না দুটোই পাবে,
সুখ দুঃখ মিলেমিশে,
সিঁদুর খেলার শুভেচ্ছা জানাই শেষে।
সিঁদুর খেলার শুভেচ্ছা”

শুভ দুর্গা পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ঢাকের কাঠির মিষ্টি রেশ,
পুজো এবার হলো শেষ,
নতুন আশায় বাঁধি বুক,
সবার ইচ্ছে পূরণ হোক,
আসছে বছর আবার হবে,
আনন্দেতে বিদায় দাও তবে,
শুভ সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

“আকাশ জুড়ে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভেলা,
বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো বেলা,
আসছে বছর পুজোর দিনে,
থাকবো কোথায় কে যে জানে,
যেথায় থাকো মায়ের সাথে,
রেখো আমায় নিজের মনে।
সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা”

শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সিঁদুর খেলার এই শুভ মুহূর্তে,
সকলকে জানাই আমার তরফ থেকে,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা,
মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদে,
সবার জীবন আনন্দ ও সুখে ভরে উঠুক।
শুভ সিঁদুর খেলা”

“মা যে এবার বিদায় নেবে,
আসছে বছর আবার হবে,
সবাইকে মা রেখো সুখে,
সিঁদুর খেলা হোক মিষ্টি মুখে,
শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা ও ভালোবাসা”

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“মা আজ যাবেন চলে,
মাকে আমি দেবো বলে,
সামনের বছর এসো চলে,
সেই আশা বুকে রেখে,
সিঁদুর খেলা হোক মিষ্টি মুখে,
শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা”

“বিসর্জনের ঢাক উঠল বেজে,
মন লাগে না কোন কাজে,
নীল আকাশের সাদা মেঘের নিত্য আসা যাওয়া,
মায়ের আশীর্বাদে পূর্ণ হোক সবার চাওয়া পাওয়া,
শুভ সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ সপ্তমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সমস্ত দুঃখ, কষ্ট, ঘৃণা, মান- অভিমান ভুলে,
এই সিঁদুর খেলার অনুষ্ঠানে,
সবাই মেতে উঠুন একসাথে,
একে অপরকে সিঁদুর মাখিয়ে,
রাঙিয়ে তুলুন সবার জীবন,
সবার জীবনে আসুক নতুন অধ্যায়,
শুরু হোক শুভ আগামী।
শুভ সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

“সিঁদুর খেলার এই শুভক্ষণে জানাই মাকে প্রণাম,
সারা বছর তোমার আশীর্বাদ রেখো,
মোদের উপর রক্ষা করো মোদের প্রাণ,
শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা”

শুভ অষ্টমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সিঁদুর খেলার এই শুভ মুহূর্তে,
মা দুর্গার আশীর্বাদ পড়ুক,
তোমার এবং তোমার পরিবারের,
সকল সদস্যের উপরে,
সুখ এবং সমৃদ্ধি আসুক তোমার সাথে,
থাক শান্তি বজায়,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক,
এমনটাই মাকে আমি জানাই।
সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা”

“আপনার এবং আপনার পরিবারের,
সকল সদস্যদের জন্য রইল সিঁদুর খেলার
শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা,
শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা গ্রহন করবেন কিন্তু।”

শুভ নবমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“উৎসবের এই শুভ দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
তুমি তোমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও,
জীবনের সকল বাধা বিপদ পেরিয়ে স্বপ্নগুলো পূরণ করে নাও,
তোমার জীবনের আগামি হোক খুবই সুন্দর ও সাজানো,
সিঁদুর খেলায় মেতে ওঠো রাঙিয়ে দিয়ে জীবন,
মায়ের কাছে শোঁপে দাও তোমার প্রাণ ও মন,
শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

পঞ্চমী থেকে শুরু হয় দুর্গোৎসবের আনন্দ উদ্দীপনা, এক এক করে এক একটা দিন কাটতে যায়, আর আমাদের আনন্দ ধীরে ধীরে বিজয়া দশমীর দিকে চলে যেতে থাকে। অবশেষে আসে সেই বিজয় দশমীর দিন, যেদিন মায়ের বিদায় দেওয়ার আগে সকল বিবাহিত মহিলারা তার পাশাপাশি অবিবাহিত মহিলারা ও সিঁদুর খেলায় মেতে ওঠেন।

সিঁথিতে ও গালে সিঁদুর মাখিয়ে এই শুভ সিঁদুর খেলার আনন্দেতে মেতে ওঠেন সবাই। এমন একটি খুশির মুহূর্ত সকলের সাথে কাটানোর আনন্দটাই আলাদা। একটু পরেই মা সকলকে ছেড়ে চলে যাবে এক বছরের জন্য। আর এই শুভ মুহূর্ত সকলের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সকলের মনে জায়গা করে নিতে পারেন আপনি।

“আর আমার তরফ থেকে রইল সকলের জন্য সিঁদুর খেলার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে থাকলো অনেক অনেক ভালোবাসা”

শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা, কবিতাএস এম এস (sms), Happy Sindur Khela Quotes, Wishes And Messages In Bengali, শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Sindur Khela Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *