পশ্চিমবঙ্গ সরকার কাজের সময়-সীমা নির্ধারিত করে দিলেন, সঠিক সময়ে হবে সমস্ত সরকারি কাজ

সঠিক সময়ে হবে সমস্ত সরকারি কাজ, পশ্চিমবঙ্গ সরকার কাজের সময়-সীমা নির্ধারিত করে দিলেন
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন।

আজ আমি আপনাদের জানাতে চলেছি যে আর হবেনা সরকারি কাজে কোন দেরি। কোন সরকারি কাজে কোন রকম দেরি হলে করতে পারবেন অভিযোগ, সময় মত কান না হলে দিতে হবে জরিমানা।

পশ্চিমবঙ্গ সরকার কাজের সময়-সীমা নির্ধারিত করে দিলেন
পশ্চিমবঙ্গ সরকার কাজের সময়-সীমা নির্ধারিত করে দিলেন

পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিলেন বিভিন্ন কাজের সময় সীমা। সঠিক সময়ে হবে সঠিক কাজ, জনগণকে আজ হবে, কাল হবে বলে আর হয়রানি করা চলবে না। সময় মত করে দিতে হবে কাজ।

আসুন জেনে নি কোন কোন কাজের কত সময় দেওয়া হয়েছে। নীচে তালিকাতে সমস্ত কাজ ও তার জন্য যথারীতি দেওয়া আছে।

বিভিন্ন সরকারি কাজ কাজের সময়
নতুন রেশন কার্ড ৩০ দিন
কন্যাশ্রী তিন মাস
প্রতিবন্ধী স্কলারশিপ তিন মাস
শিক্ষা ঋণ তিন মাস
জমি সংক্রান্ত তথ্য ২ দিন
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক ডুপ্লিকেট মার্কশিট/এডমিট কার্ড     ১৫ দিন
মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের মাইগ্রেশন সার্টিফিকেট ১৫ দিন
গাড়ির রেজিস্ট্রেশন ৫ দিন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর সাত দিন
তপশিল জাতি, উপজাতি এবং ওবিসি শংসাপত্র আবেদন করার পর চার সপ্তাহ

কলকাতা পুরসভার কোন পরিষেবা কত দিনে হবে জেনে নিন ।

কাজের নাম কাজের সময়
বাড়িতে নতুন জলের কানেকশনের সম্মতি সাত দিন
জলের লাইন সরাই ৪ দিন
নতুন টিউবওয়েল বসান, খারাপ টিউবওয়েল সরাই পারমিট পাবার পর ৪ দিন
বসত বাড়িতে সম্প্রসারণের প্ল্যান অনুমোদন ৬০ দিন
বেআইনি বাড়ির বিরুদ্ধে অভিযোগে ব্যাবস্থা ১৫ দিন
জন্ম ও মৃত্যুর শংসাপত্র হাসপাতালের রিপোর্ট পাবার পর ৩ দিন
নতুন ট্রেড লাইসেন্স ৩০ দিন
জঞ্জাল পরিষ্কার ২৪ ঘণ্টা
রাস্তার আলো খারাপ হলে সরাই সাত দিন
পরিষেবার কাজের জন্য রাস্তা খোঁড়াখুড়ি হলে তা সরাই     ১৫ দিন

এই সমস্ত কাজের সময় ছুটির দিন বাদে নেওয়া হবে।

তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন কোন কাজের কত সময় লাগবে এর ফলে আপনাদের কাজ সময়ে হবে। সময়ের মধ্যে কাজ না হলে সংশ্লিষ্ট অধিকারিদের কাছে অভিযোগ করতে পারেন।

আশা করছি আপনাদের এই তথ্য সাহায্য করবে। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না।

[তথ্য প্রাপ্তিঃ ইন্টারনেট]
বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top