2023 সেন্ট্রাল ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Central Bank Business Loan 2023 (সেন্ট্রাল ব্যাংক বিজনেস লোন 2023): How to Apply Central Bank Business Loan? | Central Bank Business Loan Apply in Bengali.

বর্তমান পরিস্থিতিতে মানুষ কোন কাজ করে তা থেকে কিছু পরিমাণ পুঁজি জমিয়ে ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন, তবে সেটা অনেকটাই সময় সাপেক্ষ। আর তাই বেশিরভাগ মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করার কথা ভেবে থাকেন।

ব্যবসা করতে বুদ্ধির প্রয়োজন হলেও তবুও তো কিছু পরিমাণ টাকার প্রয়োজন পড়ে, তাই না! ছোট ব্যবসা, জিনিসপত্র কিনতে হোক অথবা কোন মেশিন আবার অথবা ব্যবসার দরকারে কোন গাড়ি, তখন আপনি ব্যবসার জন্য তৈরি থাকলেও পুঁজির অভাবে অনেকটাই পিছিয়ে পড়তে হয় আপনাকে। কি তাইতো? তবে এখন আর সে চিন্তা করতে হবে না। আপনি ব্যাংক থেকে বিজনেস লোন (Business Loan) নিতে পারেন এবং ব্যবসার লাভ থেকে প্রতিমাসে ই এম আই দিয়ে এই লোন পরিশোধও করতে পারেন।

Bank Name Central Bank of India
Type of Loan Business Loan
Loan Application Process Online / Offline
Official Website centralbankofindia.co.in

সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বিজনেস লোন আপনি নিতে পারবেন। যা কিনা খুবই কম সুদের হার, তার সাথে আরো অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে।

খুবই সামান্য ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে বলতে গেলে একেবারে ঘরে বসেই আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সুদের হার আপনার পছন্দমত এবং লোন পরিশোধের সময়সীমা অনেকটাই হাতে পাবেন আপনি।

সেন্ট্রাল ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি | Central Bank Business Loan in Bengali
সেন্ট্রাল ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি | Central Bank Business Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি কিভাবে ব্যবসার জন্য লোন নিতে পারবেন এবং এই লোন সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Central Bank of India Business Loan 2023 (সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন 2023):

১) self-employed, ইন্ডিভিজুয়াল, প্রোপাইটর, প্রাইভেট লিমিটেড এবং পার্টনারশিপ, ফার্ম, বিজনেস অফ মানুফাকচারিং, ট্রেডিং এবং সার্ভিস, এর জন্য আবেদন করতে পারবেন।

২) সবেমাত্র ব্যবসা শুরু করেছেন এমন ব্যক্তির কম্পরে তিন বছর এবং তার সাথে পাঁচ বছর টোটাল ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু এই বিজনেস লোন এর জন্য আপনি আবেদন করতে পারবেন।

৩) আবেদনকারী যে ব্যবসাটি করে থাকুন না কেন সেই ব্যবসা থেকে প্রতিবছর কম করে ১.৫ লাখ টাকা ইনকাম হতে হবে।

৪) আবেদনকারীর ব্যবসার প্রফিট দু’বছর ধরে ভালোভাবে চলতে হতে হবে। অর্থাৎ প্রফিট এর সময়সীমা কমপক্ষে দুই বছর হতে হবে।

৫) আবেদনকারীর অবশ্যই ২১ বছর হতে হবে, যখন এই লোনের জন্য আবেদন করবেন এবং সর্বোচ্চ বয়স হলো ৬৫ বছর এবং এই ৬৫ বছরের মধ্যে এই লোন সুদ সমেত ফেরত দিতে হবে।

Central Bank of India Business Loan Apply Documents:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন নেওয়ার জন্য আবেদন করেন যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে:

পরিচয় পত্র হিসাবে: (Identity Proof)

১) প্যান কার্ড, সেটা কোম্পানি, ফার্ম এসবের হতে হবে।

২) আধার কার্ড,

৩) ভোটার আইডি কার্ড,

৪) ড্রাইভিং লাইসেন্স,

৫) প্যান কার্ড,

৬) পাসপোর্ট

ঠিকানার প্রমাণপত্র হিসাবে: (Address Proof)

১) পাসপোর্ট,

২) ভোটার আইডি কার্ড,

৩) ড্রাইভিং লাইসেন্স,

৪) আধার কার্ড,

৫) ব্যাংকের স্টেটমেন্ট সেটা লাস্ট 6 মাসে হতে হবে।

৬) লেটেস্ট আই টি আর (ITR) ইনকাম, ব্যালেন্স শীট, এবং প্রফিট অ্যান্ড লস একাউন্ট সেটা দু’বছরের হতে হবে।

৭) Proof of continuation ITR, ট্রেড লাইসেন্স, Establishment Sales tax certificate

৮) অন্যান্য ম্যান্ডেটরি ডকুমেন্টস হিসাবে sole prop, Declaration অথবা পার্টনারশিপ ডিড এর সার্টিফাইড কপি,  Certified true copy of memorandum & Articles of Association (certified by Director) & Board Resolution (Original)

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন 2023 (Central Bank of India Business Loan – MSMEs): 

A. সেন্ট বিজনেস গোল্ড লোন (Cent-Business Gold Loan): 

এই লোন নতুন কোন ব্যক্তি যারা ব্যবসা শুরু করতে চাইছেন প্রোপাইটার শিপে এবং পার্টনারশিপ, ফার্ম এবং নিজস্ব ব্যবসার ক্ষেত্রে এই লোন নিতে পারবেন সেক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে।

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: ১০,০০০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত।

২) সুদের হার: ১০ হাজার থেকে ১০ লাখ: ৭.৬০%

৩) ১০ লাখ থেকে ২০ লাখ টাকা: ৮.৬০% শতাংশ

৪) লোন পরিশোধের সময়সীমা: ১২ মাস থেকে ৩৬ মাস অর্থাৎ এক বছর থেকে তিন বছর পর্যন্ত।

B. সেন্ট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ফাইন্যান্স স্কিম (Cent- Construction Equipment Finance Scheme):

বিভিন্ন রকমের কোম্পানি, কন্ট্রাকটর এবং ফার্মস কোম্পানি এবং কনস্ট্রাকশন এর ক্ষেত্রে উন্নতি সাধনে এই লোন নিতে পারেন সেক্ষেত্রে মেশিন অথবা অন্যান্য যানবাহন নেওয়ার জন্য এই লোন প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যায়, আর পরিশোধের সময়সীমা পাঁচ বছর পর্যন্ত।

১) সুদের হার: সর্বোচ্চ ১০ লাখ টাকা ৭.৬০% (শতাংশ)।

২) সর্বোচ্চ ১০ লাখ টাকার বেশি থেকে এক কোটি টাকা পর্যন্ত: ৮.৬০% শতাংশ

৩) প্রসেসিং ফি: সর্বোচ্চ ৫ লাখ টাকার লোন এর ক্ষেত্রে নেওয়া হয় না, এবং সর্বোচ্চ ১ লাখ টাকার উপরে এবং ৫ লাখ টাকার উপরে ২০০ টাকা প্রতি ১ লাখ টাকায় প্রসেসিং ফি নেওয়া হয়।

৪) মার্জিন: ২৫% বিভিন্ন ধরনের মেশিনারি, ইকুইপমেন্ট এবং যানবাহনের ক্ষেত্রে নেওয়া হয়।

৫) Collateral: ২৫% লোন এমাউন্ট এর উপরে নেওয়া হয়।

C. সেন্ট কন্ট্রাক্টর (Cent- Contractor Loan):

এই লোন সিভিল এবং কনস্ট্রাকশন কন্ট্রাক্টর এবং সাব-কন্ট্রাক্টর এবং যারা কাজ করে থাকেন সেন্ট্রাল এবং স্টেট গভারমেন্ট এর জন্য পি ডব্লিউ ডি, পি এস ইউ, প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তারা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ লোন এমাউন্ট ৫ কোটি টাকা পর্যন্ত সেটা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সময় নিয়ে পরিশোধ করতে পারবেন।

১) সুদের হার: সর্বোচ্চ ১০ লাখ ৭.৬০%

২) ১০ লাখ টাকার বেশি থেকে এক কোটি টাকা পর্যন্ত লোনের জন্য ৮.৬০%

৩) সর্বোচ্চ লোন এমাউন্ট: এক কোটি টাকা পেতে পারেন সেটা কাস্টমারের ক্রেডিট রেটিং এর উপরে নির্ভর করে।

৪) প্রসেসিং ফি: ১% লোন এমাউন্ট সর্বোচ্চ ২ লাখ টাকার উপরে।

D. সেন্ট ডক্টর (Cent- Doctor Loan):

এই লোন মেডিকেল, প্রফেশনাল এবং ডাক্তার, ডেন্টিস্ট, রেডিওলজিস্ট, ফিজিওথেরাপি, সাথে রিকগনাইজড এডুকেশনাল ডিগ্রির জন্য সেট আপ করতে ক্লিনিক, এক্স-রে ল্যাব, প্যাথলজি ল্যাব, নার্সিংহোম, অ্যাম্বুলেন্স, কম্পিউটার, যেগুলি হসপিটালে লাগবে ক্লিনিক মেডিসিন এর জন্য মেডিকেল সাপ্লাই, এর জন্য সেন্ট ডক্টর লোন অফার করে থাকে গ্রাহকদের, ইন্ডিভিজুয়াল, পার্টনারশীপ, কোম্পানী এবং টাস্ট এর জন্য লোন দিয়ে থাকে।

১) লোন এমাউন্ট: ১,০০০০০ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন বিজনেস লোন হিসেবে।

২) এই লোন পরিশোধ করতে পারবেন দশ বছর সময় নিয়ে।

৩) সুদের হার: যেটা নির্ভর করে আপনি কি রকম মেডিকেল সোর্সের জন্য এই লোন নিচ্ছেন তার উপরে।

৪) মার্জিন ২৫%  নিয়ে থাকে নার্সিংহোম আর ক্লিনিক কনস্ট্রাকশন এর উপরে।

E. সেন্ট ফুড প্রসেসিং প্লাস (Cent- Food Processing Plus Loan):

বিভিন্ন রকমের খাবার তৈরির ব্যবসা তে আপনি এই লোন নিতে পারবেন, যেমন ধরুন- চাল, ডাল, সুজি, তেল, এই ধরনের খাবারের মিল তৈরি করার জন্য আপনি এই লোন নিতে পারবেন, প্রসেসিং ইউনিট তৈরি করার জন্য।

১) এই লোন পরিশোধ করতে পারবেন এক বছর থেকে সাত বছর সময় নিয়ে।

২) সুদের হার: ৭.৬০% সর্বোচ্চ ১ কোটি টাকার উপরে।

৩) মার্জিন: ২৫%

৪) রি পেমেন্ট চার্জ হিসাবে: তিন বছর পর্যন্ত ০.২৫% এবং তিন বছরের উপরে ০.৫০%  নিয়ে থাকে।

F. সেন্ট মর্টগেজ (Cent- Mortgage Loan):

আপনার ব্যবসার জন্য যে সমস্ত সম্পত্তি আপনি কিনতে চাইছেন, সে গুলির জন্য এই লোন আপনি নিতে পারবেন। যেমন ধরুন বিজনেসম্যান, পার্টনারশিপ, ফার্ম, কোম্পানি, প্রফেশনাল এবং self-employed এরা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

১) সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা একশো কুড়ি মাস(১২০ মাস)

২) সর্বোচ্চ লোন এমাউন্ট: ১,০০০০০ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত

৩) সুদের হার ১১.১০%

৪) প্রসেসিং ফি: ৫০% সর্বোচ্চ কুড়ি হাজার টাকা লোন এমাউন্ট এর উপরে।

G. সেন্ট মর্টগেজ এডুকেশনাল ইনস্টিটিউশন (Cent- Mortgage Educational institutions):

শিক্ষাসংক্রান্ত প্রতিষ্ঠান জন্য এই লোন নেওয়া হয়ে থাকে।

১) সর্বোচ্চ লোন এমাউন্ট এক লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা একশো কুড়ি মাস(১২০ মাস)।

২) সুদের হার ১২.১০%

৩) প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে যেটা সর্বোচ্চ কুড়ি হাজার টাকা হয়ে থাকে।

H. সেন্ট কল্যাণী (Cent- Kalyani Loan):

এই লোন মহিলা এন্টারপ্রেনর এবং self-employed, ডক্টর, সি এ, ইঞ্জিনিয়ার, বিউটিশিয়ান, ডায়েটিশিয়ান, টেইলর, আর্ট এন্ড ক্রাফট, বিজনেস স্মল কনটেন্স, মোবাইল রেস্টুরেন্ট, টাইপিং, এস টি ডি এবং জেরক্স, ট্রান্সপোর্ট অপারেটর ইত্যাদি এই সমস্ত বিষয়ের জন্য এই লোনের জন্য আবেদন করা যেতে পারে। ১ কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।

১) সুদের হার: সর্বোচ্চ ১০ লাখ টাকার লোন এর উপরে ৭.৩৫%

২) No Collateral is required

৩) কোনরকম প্রসেসিং ফি নেই

৪) মার্জিন: ২০%

৫) Cent- Trade: এই লোন এর জন্য রিটেইলার, ডিস্ট্রিবিউটর, কমিশন বেজড এজেন্ট ইত্যাদি আবেদন করতে পারেন।

Central Bank of India Business Loan আবেদন করবেন কিভাবে?

তো এবারে চলুন জানা যাক, কিভাবে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন এর জন্য আবেদন করতে পারবেন:

Step 1. প্রথমত আপনাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.centralbankofindia.co.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর Apply Now অপশনে ক্লিক করতে হবে, Loan অপশনে ক্লিক করে Business Loan অপশনটি সিলেক্ট করতে হবে।

Step 3. তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে লোন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে আপনার সই দিয়ে আপলোড করতে হবে।

Step 4. তারপর সবকিছু ঠিকঠাক ভাবে চেক করে নেওয়ার পর Submit বাটনে ক্লিক করতে হবে।

আপনার লোন এপ্লিকেশন টি চেক করবেন কিভাবে:

১) প্রথমত আপনাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা https://www.centralbankofindia.co.in/ এই লিংকে সরাসরি যেতে পারেন।

২) তারপর Track Application অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার এখানে অনলাইন স্টেটাস অথবা অফলাইন স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, আপনার লোন অ্যাপ্লিকেশন এর।

৪) এবার এখানে আপনার লোন রেফারেন্স নাম্বার এবং তার সাথে রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করতে হবে।

৫) তারপর Submit বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার লোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টি।

তো এইভাবে খুব সহজে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে লোনের জন্য আবেদন করতে পারবেন এবং কি কি লোন বিজনেস লোন এর মধ্যে আপনি পেতে পারেন সেগুলো কিন্তু আপনি দেখে নিয়েছেন নিশ্চয়ই, তার সাথে লোন এপ্লিকেশন স্টেটাস আপনি সহজেই চেক করতে পারবেন।

তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন (Central Bank of India Business Loan) এর জন্য আবেদন করবেন। বিভিন্ন রকমের ব্যবসা করার জন্য আপনি এই ব্যাংক থেকে বিজনেস লোন নিতে পারেন।

সবথেকে বড় সুবিধা হল, লোন পরিশোধ করার জন্য আপনার বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আপনি যে ব্যবসাটি শুরু করছেন সেই ব্যবসার লাভ থেকে এই লোন অনায়াসেই পরিশোধ করতে পারবেন।

Home Click here
Official Website Click here

FAQ for Central Bank Business Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”কারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদন করতে পারে?” answer-0=”Self-employed, ইন্ডিভিজুয়াল, প্রোপাইটর, প্রাইভেট লিমিটেড এবং পার্টনারশিপ, ফার্ম, বিজনেস অফ মানুফাকচারিং, ট্রেডিং এবং সার্ভিস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোনের জন্য আবেদন করতে পারবেন।” image-0=”” headline-1=”h3″ question-1=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদনকারীর বয়সসীমা কত?” answer-1=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদনকারীর অবশ্যই ২১ বছর হতে হবে, যখন এই লোনের জন্য আবেদন করবেন এবং সর্বোচ্চ বয়স হলো ৬৫ বছর এবং এই ৬৫ বছরের মধ্যে এই লোন সুদ সমেত ফেরত দিতে হবে।” image-1=”” headline-2=”h3″ question-2=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন এপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন কিভাবে?” answer-2=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজনেস লোন এপ্লিকেশন স্ট্যাটাস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন, ওয়েবসাইটে এখানে অনলাইন স্টেটাস অথবা অফলাইন স্ট্যাটাস সিলেক্ট করে আবেদনের স্থিতি জানতে পারবেন।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top